ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাণিজ্যমন্ত্রী

কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কৃষি মন্ত্রণালয় বলতে পারবে

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৪১ এএম, ০২ জুলাই ২০২৩

দেশে এখন কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কাঁচা মরিচ কৃষিজাত পণ্য, এর দাম কেন বেড়েছে, তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এর উৎপাদন কতটুকু তা কৃষি মন্ত্রণালয় জানে।

শনিবার বিকেলে বগুড়া সার্কিট হাউস চত্বরে রোটারির বর্ষ উপলক্ষে আয়োজিত র‌্যালি উদ্বোধনের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী জানান, সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: সকালে কাঁচা মরিচের কেজি এক হাজার, বিকেলে ৮৫০

তিনি বলেন, সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা মনে করি, সাপ্লাই ও ডিমান্ডের ওপর অনেক কিছু নির্ভর করে। আমদানি পণ্য ব্যবসায়ীরা স্টক করে রাখেন। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।

কোরবানির চামড়ার দাম প্রসঙ্গে টিপু মুনশি বলেন, বারবার বলা হয়েছিল, কাঁচা চামড়াতে লবণ দিতে হবে। লবণ দিলে তাৎক্ষনিক দাম না পেলেও আরও সাতদিন চামড়া হাতে রাখতে পারতো। তবে কেউ কেউ সেই কথা শোনেনি। লবণ না দেওয়ার কারণে চামড়া ঢাকায় নিয়ে যাচ্ছে। লবণ দিলে অন্তত আটদিন পর্যন্ত চামড়া ভালো থাকতো, তখন ব্যবসায়ীরা ভালো দাম পেতেন। লবণ না দেওয়ার জন্য দাম পড়ে গেছে। এটি গণমাধ্যমকেও বলা হয়েছিল, আপনারা প্রচার করেন, যেন সবাই চামড়াতে লবণ দেয়।

জেডএইচ/