ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রত্যন্ত অঞ্চলের দেড়শ অসহায় পরিবার পেলো তেল-চাল-মাংস

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ৩০ জুন ২০২৩

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের প্রত্যন্ত হরিরামপুর গ্রামের দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে সয়াবিন তেল, পোলাও চাল ও কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে অসহায় পরিবারগুলোর মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে ফরিদপুর ব্লাড লিংক নামে একটি সামাজিক সংগঠন।

jagonews24

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক সংগঠনটি চরাঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত ১৫৩টি পরিবারকে এক কেজি করে গরুর মাংস, এক কেজি পোলাওয়ের চাল ও ৫০০ মিলিলিটার সয়াবিন তেল উপহার দেয়।

উপহার পাওয়া জহুরা বেগম বলেন, ঈদের দিন কোরবানির মাংস কপালে জুটতো না। ফরিদপুর ব্লাড লিংকের সদস্যরা আমদের সে আশা পূর্ণ করেছে। ছেলেমেয়ের মুখে ঈদের দিনে কোরবানির মাংস তুলে দিতে পারবো। আমরা অনেক খুশি। সংগঠনটির জন্য দোয়া করি।

jagonews24

এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. পারভেজ হাসান রাজিব। তিনি বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকি।

এ বিষয়ে ফরিদপুর ব্লাড লিংকের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও অসহায় এবং দুস্থদের পাশে থাকার চেষ্টা করবো। আমরা কোরবানির মাংস আরাম করে খাব আর অসহায়রা না খেয়ে থাকবে সেটা হতে পারে না। তাই ব্লাড লিংকের উদ্যোগে একটা গরু কোরবানি করে পুরোটাই বিলিয়ে দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস