ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতুতে একদিনে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:২২ পিএম, ২৮ জুন ২০২৩

এবারের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ সেতুর টোল আদায়ের পরিমাণ ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। যানবাহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি।

বুধবার (২৮ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৮ হাজার ৯৯৭ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী জানান, এর আগে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি। যার বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম