ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আজীবন বহিষ্কার ঠেকাতে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৬ জুন ২০২৩

আজীবন বহিষ্কারের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন। তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও বেনাপোল পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আনিছুর রহমান।

বেনাপোল পৌর বিএনপির সদস্য ও বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছিলেন। যেহেতু তার দল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে কারণে দলের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে তিনি রোববার রিটার্নিং অফিসার বরাবর আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে, দল থেকে আজীবনের জন্য নিজের বহিষ্কার ঠেকাতে মিলন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।

বেনাপোল পৌর বিএনপির এক নেতা জানান, গত ১৮ জুন বিএনপি নেতা মিলন মনোনয়নপত্র দাখিল করেন। এরপর থেকেই বেনাপোল ও শার্শার বিএনপি নেতাকর্মীদের মাঝে আলোচনা শুরু হয়। মনোনয়ন দাখিল করায় মিলনকে বিএনপির দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা পরিপন্থি এ কাজের জন্য বেনাপোল পৌর বিএনপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে আজীবন বহিষ্কারের জন্য যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে সুপারিশপত্র পাঠান পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের।

এরপরই মিলন তড়িঘড়ি করে মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে জানান ওই বিএনপি নেতা।

মো. জামাল হোসেন/এমআরআর/এমএস