ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ১৩২ জন

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৫ জুন ২০২৩

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আছেন ১৩২ জন। শনিবার (২৪ জুন) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

তিনি বলেন, রাজশাহী জেলায় বিভিন্ন সময় মানবতাবিরোধী অপরাধের ১৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামি ১৩২ জন। তাদের মধ্যে ৫৩ জন মারা গেছেন। বাকিরা জামিনে। এছাড়াও দুইজন পলাতক। তাদের খুঁজছে পুলিশ। এসব মামলা এখন বিচারাধীন।

আরও পড়ুন: পলাতক দুই মানবতাবিরোধী অপরাধী গ্রেফতার

পুলিশ সুপার বলেন, শুক্রবার রাজশাহীর চারঘাট থেকে চিহ্নিত দুজন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২০০৯ সালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই থেকেই তারা পলাতক ছিলেন। এলাকায় ফেরামাত্রই পুলিশ গোপনে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদের বিরুদ্ধেও পুলিশ খোঁজ রাখছে।

চারঘাট থেকে গ্রেফতার দুজন হলেন- উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি এলাকার হাবিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৭৫) ও একই এলাকার মৃত মকসেদ আলীর ছেলে খেতাব আলী ঘরামি (৮০)। তাদের গ্রেফতারের বিষয় নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ।

সাখাওয়াত হোসেন/বিএ