ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবারো ভোগান্তিমুক্ত ঈদযাত্রার আশ্বাস
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের যানজটের আশঙ্কা থাকলেও মহাসড়ক ভোগান্তিমুক্ত রাখতে প্রস্তুত জেলা পুলিশ। অতিরিক্ত পশুবাহী ট্রাক, মহাসড়কের পাশের একাধিক গরুর হাট, চারলেন প্রকল্পের চলমান কাজ আর অতিরিক্ত যানবাহনের চাপে টোলপ্লাজার সিস্টেম বিকল হওয়ায় যানজটের শঙ্কা দেখা দিয়েছে। তবে গত ঈদের মতো এবারও মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ ভোগান্তি এড়াতে সকল প্রকার পদক্ষেপ নেওয়া রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
এই মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত ৭০ কিলোমিটার চারলেন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের আমুল পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর থেকে উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের সুবিধা হলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের রাস্তা নির্মাণের কারণে প্রায় প্রতি বছরই ঈদে যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের লাখ লাখ মানুষকে। সম্প্রতি মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকার চারলেন প্রকল্পের কাজ শেষ হওয়ায় সেই ভোগান্তি কিছুটা কমেছে।
উত্তরবঙ্গগামী বাসের চালক রহমত বলেন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। চলমান ওই দুই লেনে চারলেনের যানবাহন প্রবেশ করাসহ অতিরিক্ত যানবাহনের চাপে টোল প্লাজার সিস্টেম বিকল হওয়ার মতো ঘটনায় এ শঙ্কা দেখা দিয়েছে। তবে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলে ভোগান্তি কমবে বলে মনে করছেন তারা।
চালক আসাদ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের কয়েকদিন আগে থেকে যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যায়। আর মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা দুই লেনের থাকায় এই অংশে যানজট সৃষ্টি হয়। এ অংশটুকুতে যান চলাচল স্বাভাবিক রাখতে পারলে কোনো ভোগান্তি হবে না বলে জানান তিনি।
তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা ওয়ান ওয়ে করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে ইনচার্জ জাহিদ হাসান।
তিনি জানান, গত ঈদের মতো এবারও জেলা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সমন্বয়ে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত দুই লেনের ওই ১৩ কিলোমিটার রাস্তা ওয়ান ওয়ে করা হবে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো সরাসরি মহাসড়ক ব্যবহার করতে পারবে। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে বঙ্গবন্ধ সেতু পূর্ব থানার গোলচত্বর থেকে গোবিন্দাসী ভূঞাপুর লিংক রোড ব্যবহার করতে দেওয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পেরেছে। মহাসড়কে নানা ধরনের সমস্যা থাকলেও এবারের ঈদেও উত্তরবঙ্গের মানুষকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া রয়েছে।
এফএ/এমএস