ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫৩ জেলে আটক

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৩ জুন ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সাতটি ট্রলারসহ ৫৩ জেলেকে আটক করেছ কোস্টগার্ড। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাতে উপজেলার আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এসময় ৮০০ কেজি সামুদ্রিক মাছ ও ২৫ লাখ মিটার জাল জব্দ করা হয়।

jagonews24

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো. আশিক আহমেদ জব্দ মাছ নিলামে ৪৩ হাজার টাকা বিক্রি করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের আরও ৪৩ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান বলেন, সমুদ্রসম্পদ রক্ষায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। এ ৬৫ দিন অবরোধ সঠিকভাবে পালন করার জন্য আমরা তৎপর রয়েছি।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস