ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট সিটি নির্বাচন

জামানত হারালেন পাঁচ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১০:০৭ পিএম, ২২ জুন ২০২৩

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জামানত হারিয়েছেন পাঁচ মেয়রপ্রার্থী। তারা হলেন ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির জহিরুল আলম (গোলাপ ফুল), বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া), ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

মেয়র পদে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এতথ্য জানা গেছে। বুধবার (২১ জুন) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান ৬৯ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।

জামানত হারানো ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। এদের মধ্যে আগেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জাগো নিউজকে বলেন, জামানত রক্ষায় প্রার্থীদের মোট ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। সে হিসেবে পাঁচজন প্রার্থী জামানত রক্ষা করার মতো ভোট পাননি। তাই তারা জামানত হারিয়েছেন।

সিসিক নির্বাচনে ১৫টি বর্ধিত নতুন ওয়ার্ডসহ মোট ৪২টি ওয়ার্ডের সবগুলো ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৪২টি ওয়ার্ডের নির্বাচিত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২২ জন, বিএনপি ও ছাত্রদল থেকে আজীবন বহিষ্কৃত আটজন ও স্বতন্ত্র আটজন এবং জামায়াতের চারজন রয়েছেন।

ছামির মাহমুদ/এসআর/জেআইএম