ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে পাতা ফাঁদ থেকে মাছ আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০২:১২ পিএম, ২১ জুন ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সালাম (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ এলাকায় ভেরসা নদীতে ঘটনাটি ঘটে। সালাম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুস সালাম মঙ্গলবার রাতে বাড়ির পাশে ভেরসা নদীতে মাছ ধরার জন্য বাঁশের ফাঁদ (ডিরই) পেতে রেখে আসেন। বুধবার সকালে বৃষ্টিতে ভিজে তিনি ওই ফাঁদ থেকে মাছ সংগ্রহ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী জাগো নিউজকে বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সফিকুল আলম/এসজে/এএসএম