ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোমেশ্বরী নদীতে নেমে বিপাকে ভারতীয় হাতির পাল

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১১:২৪ পিএম, ২০ জুন ২০২৩

খাবারের খোঁজে ভারতের পাহাড়ি এলাকা থেকে বাংলাদেশের নেত্রকোনায় নেমে আসে এক পাল হাতি। তবে পথ হারিয়ে নেমে পড়ে সোমেশ্বরী নদীতে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী এখন টইটম্বুর। ফলে নদীতে নেমে বিপাকে পড়ে হাতির পাল।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এ দৃশ্য দেখা যায়। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর বিজিবির সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকা দিয়ে নদী পার হয়ে ফারংপাড়া যাচ্ছিল হাতির পাল। তবে তীব্র স্রোত থাকায় এবং স্রোতের উজানে যেতে বেগ পেতে হচ্ছিল।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, বোরো মৌসুমে পাকা ধান খেতে সীমান্তের ওপার থেকে নেমে আসে হাতির পাল। গত দুদিন ধরে এসব বন্য হাতি আসছে।

এইচ এম কামাল/কেএসআর