মাদারীপুর
উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ ছাত্রকে হাতুড়িপেটা, মানববন্ধন
মাদারীপুরে সহপাঠীদের উত্ত্যক্তের প্রতিবাদ করা চার ছাত্রকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী-শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (১৮ জুন) সকালে সদর উপজেলার তালতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রতিষ্ঠানের সুপার মো. ওমর ফারুক বলেন, মাদরাসার সামনে ইভটিজিংয়ের ঘটনা বেড়েই চলছে। বারবার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।
আরও পড়ুন: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা
আহত শিক্ষার্থীরা জানান, মাদরাসার ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় ফয়সাল খন্দকার, চাঁনমিয়া খন্দকার, আসাদুল খন্দকার, রাজু হোসেন ও রকিব খন্দকারসহ বেশ কয়েকজন আমাদের হাতুড়িপেটা করেন। পরে স্থানীয়রা আমাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, হাতুড়িপেটার ঘটনায় ফয়সাল, চাঁনমিয়া, আসাদুল, রাজু ও রকিবের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয় জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই চার শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম