ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১০ জুন ২০২৩

রংপুরের মিঠাপুকুরে গোসলে নেমে পুকুরে ডুবে ফাতিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার শঠিবাড়ী মৎস্য খামারের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতিন শঠিবাড়ীর ঠিকাদার আখেরুজ্জামান মিলন ও গুর্জিপাড়া মহাবিদ্যালয়ের প্রভাষক আফসানা পারভীন পাপড়ির একমাত্র সন্তান। তিনি গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাঠে খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে ডুবে যান ফাতিন। পরে তার সঙ্গে থাকা সঙ্গীরা ডুবন্ত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জিতু কবীর/এফএ/জেআইএম