ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল সিটি নির্বাচন

রাত ১২টার মধ্যে বহিরাগতদের নগরী ছাড়ার নির্দেশ

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০২:২১ পিএম, ১০ জুন ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ জুন। তাই শনিবার (১০ জুন) রাত ১২টার মধ্যে বহিরাগতদের নগরী ছাড়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।

bari-(3).jpg

বেলা সাড়ে ১১টায় মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএমপি কমিশনার বলেন, যদি কেউ চিকিৎসার জন্য আসে তাহলে তার হিসেব আলাদা। অন্যথায় বহিরাগত কাউকে ছাড় দেওয়া হবে না।

bari-(3).jpg

এদিকে একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল র‍্যাব-৮। দুপুর ১২টায় নগরীর রুপাতলী র‍্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। তাই র‍্যাবের পক্ষ থেকে বহিরাগতদের অনুরোধ করবো তারা যেন রাতের মধ্যেই বরিশাল নগরী ত্যাগ করেন।

শাওন খান/এসজে/এমএস