ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৯ জুন ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে মো. রাকিবুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের বাহাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের মহসিন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধান কাটার পর স্থানীয় শের আলীর জমিতে নতুন করে ইরি ধান রোপণের কাজ করছিলেন রাকিবুল ইসলাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। এ সময় শ্রমিক রাকিবুল ইসলামের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে আপাতত কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।

বি.এম খোরশেদ/এফএ/এএসএম