ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহা চুরির অভিযোগে আটক ৪

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ জুন ২০২৩

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত লোহা ও যন্ত্রাংশ চুরির অভিযোগে চার যুবককে আটক করেছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার (৮ জুন) গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় কর্তব্যরত সেনা সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তামিম ইসলাম (১৮), মৃত সেন্টু প্রামানিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও চর রূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (১৮)।

পুলিশ জানায়, লোহা চুরির উদ্দেশ্যে ৭-৮ জন যুবক নদীপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা লোহা চুরির সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চার যুবককে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে শুক্রবার (৮ জুন) তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও এই যুবকরা চুরির ঘটনায় যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেখ মহসীন/এফএ/এএসএম