ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গভীর রাতে হাজির হয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৮ জুন ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গভীর রাতে চলছিল বাল্যবিয়ের আয়োজন। খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বিয়েটি বন্ধ করেন।

বুধবার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও।

এলাকাবাসী ও প্রশাসন সূত্র জানায়, ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক। ছেলে দশম শ্রেণি ও মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। ছেলের বয়স ১৫ ও মেয়ের ১৫ বছর পূর্ণ হয়নি। কিন্তু বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে তাদের বিয়ে সম্পন্ন করতে চেয়েছিল উভয় পরিবার। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ঘটনাস্থলে পৌঁছে কনেসহ উভয় পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। একইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, গোপনে গভীর রাতে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বর-কনে দুই পক্ষের অভিভাবকদের সঙ্গে আলাপ করে তাদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা আদায় করা হয়।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম