ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলা বন্দরে সতর্ক সংকেত বহাল, ছিটেফোঁটা বৃষ্টিতে কমেনি গরম

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৮ জুন ২০২৩

বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে আকাশ মেঘে ঢাকা। তবে কোনো বাতাস নেই। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মোংলাসহ উপকূলে কমেনি গরম। বরং ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন।

পৌর শহরের রিজেকশনগলির দিনমজুর আমির হোসেন, বাগেরহাট জেটির ইট-বালুর শ্রমিক আনসার উদ্দিন ও মামার ঘাটের ঘাট শ্রমিক মো. সোলেমান ও মো. খলিল বলেন, ভোর থেকে আকাশ মেঘলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। কিন্তু গরম কমছে না। গুমোট ও ভ্যাপসা গরমে ঘামে শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবে না।

jagonews24

এদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বুধবার বিকেলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবারও সেই সংকেত বহাল আছে। তবে সতর্ক সংকেত আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মোংলাসহ উপকূলীয় এলাকায় আপাতত যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তাতে ধীরে ধীরে গরম কমে আসবে।

আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস