ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার ৩ দিনের মাথায় ব্যবসায়ীকে গুলি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৭ জুন ২০২৩

জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার চারদিনের মধ্যে ফেনীর সোনাগাজীতে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণপূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর স্টোরে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন দক্ষিণপূর্ব চরচান্দিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ, আহত ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, ব্যবসায়ী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে চরখোন্দকারে মাছচাষ করে আসছেন। ওই মৎস্য খামার দখলে নিতে স্থানীয় রফিকুল ইসলাম বাদল ও রাসেল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন তাকে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় শনিবার (৩ জুন) জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি করেন আলমগীর হোসেন।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/feni-20230607183228.jpg

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চারজন মুখোশপরা অস্ত্রধারী তার দোকানে ঢুকে তাকে গুলি করেন। আলমগীর দোকানের ক্যাশের বক্সের পাশে মেঝেতে বসে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের শোকেসে লাগে।

আলমগীর হোসেনের দাবি, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন ভেবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ও পুলিশকে ফোন করে তিনি বিষয়টি জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস