ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা

গরমে আরও ২১ শিক্ষার্থী হাসপাতালে

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৭ জুন ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে গরমে অসুস্থ আরও ২১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ও বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা।

এর আগে মঙ্গলবার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় গরমে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আহতরা হলেন- গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মলিহা (১৪), সপ্তম শ্রেণির ছাত্রী ফাহিমা (১৩), চন্দিমা (১৩), অষ্টম শ্রেণির ছাত্রী পূর্ণিমা (১৫), ফাতিমা (১৩,) সুমাইয়া (১৩), সদিয়া (১৪), সামিয়া (১৬), জাকিয়া (১৩), দশম শ্রেণির ছাত্রী মাহি (১৫), তাবাসসুম (১৬), তানিয়া (১৬), বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ে ছাত্রী তানিয়া (১৪)। বাকিরা নারান্দিয়া হাইস্কুলের ছাত্রী। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জাগো নিউজকে বলেন, আজ অর্ধ বার্ষিকী পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগে ও একঘণ্টা পরে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরও বলেন, গতকাল হাবিবা মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তাছাড়া গরমের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে স্কুলটি পরিদর্শন করেছি। মাধ্যমিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কি কারণে তারা অসুস্থ হয়েছে এই মুহূর্তে সেটি বলা যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জাগো নিউজকে বলেন, সকাল থেকে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী, বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ের একজন এবং নারান্দিয়া হাইস্কুলে ৫ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অধিকাংশ সহপাঠী মৃত্যুতে সাইকোলজিক্যাল কারণে অসুস্থ হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার জাগো নিউজকে বলেন, এটি একটি মনোস্তান্তিক রোগ। তেমন কিছু না। তারা দ্রুত সুস্থ হয়ে যাবে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জাগো নিউজকে, খবর পেয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিক্ষার্থীদের দেখেছি। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবে।

 

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস/জেআইএম