ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা চাঁদকে ফরিদপুরের মামলায় শোন অ্যারেস্ট

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৬ জুন ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে ফরিদপুরের আদালতে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের গাড়িতে বিএনপি নেতা চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে আনা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আসামি আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় ওই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

এদিকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ আসার খবরে আদালত চত্বরে সমবেত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাইক দিয়ে চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় চাঁদের একটি কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দেন বলে জানান ফোরামের ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।

১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

এন কে বি নয়ন/এসজে/এএসএম