ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই মাস পর সোনামসজিদে পেঁয়াজ আমদানি শুরু

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৫ জুন ২০২৩

দীর্ঘ দুই মাস ২০ দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুন) বিকেল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ পেঁয়াজ আমদানি শুরু হয়। এরইমধ্যে পেঁয়াজ ভর্তি ৫৭টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতি বছর পেঁয়াজ আমদানির জন্য ১৫ মার্চ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ থাকে। তবে সেই মেয়াদ শেষ হওয়ার পরে নতুন করে আর আইপি দেয়নি সরকার। ফলে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৭ ট্রাকে ১ হাজার ৯৭ টন পেঁয়াজ এসেছে।

তিনি আরও বলেন, পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু হয়েছে। আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক পানামায় প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেল থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭টি ট্রাক পানামায় প্রবেশ করেছে।

এর আগে সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

সোহান মাহমুদ/এফএ/এমএস