নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২৫ হাজার জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. সুমন রূপগঞ্জের চনপাড়া এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট জাগো নিউজকে বলেন, ২০২২ সালের ২২ জুন রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে ১০৬ গ্রাম হেরোইনসহ সুমনকে গ্রেফতার করা হয়েছিল। পরে এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করে। সেই মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জিকেএস