ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে প্রাণ গেলো কলেজছাত্রের

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৩ জুন ২০২৩

কুমিল্লা নগরীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মাজহারুল ইসলাম বাঁধন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে নগরীর টমছমব্রীজ স্টাফ কোয়াটার পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মজহারুল ইসলাম বাঁধন কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি নগরীর ২৬নং ওয়ার্ডের সামবকশী এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের মামা আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, দুপুর ১২টার দিকে বাঁধন বন্ধুদের সঙ্গে টমছমব্রীজ আর্মি ক্যাম্প সংলগ্ন স্টাফ কোয়াটার পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে তার বন্ধুরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম