ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণ-আরএফএল গ্রুপের ব্যতিক্রমী প্রচারণা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:১৭ পিএম, ০২ জুন ২০২৩

পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ নামে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। তাদের এ প্রচারণাকে কেন্দ্র করে সারাদেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় প্রচারণা চালানোর পাশাপাশি প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়।

শুক্রবার (২ জুন) বিকেলে ভুলতা এলাকার প্রাণ-আরএফএল কারখানার সামনে থেকে প্রচারণামূলক র‌্যালি শুরু হয়। পরে মহাসড়ক হয়ে আবার কারখানার সামনে গিয়ে শেষ হয়।

এসময় প্রাণ-আরএফএলের কর্মীরা পরিবেশবিষয়ক নানা স্লোগান দেন। সেইসঙ্গে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় নিয়ে অপসারণ করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া রাজু নামের একজন কর্মী বলেন, পরিবেশ রক্ষা করতে হলে প্লাস্টিক বর্জ্য অপসারণের বিকল্প নেই।

প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার আব্দুর রশিদ বলেন, পরিবেশ রক্ষায় আমাদের চেয়ারম্যান স্যার যুগোপযোগী উদ্যোগ নিয়েছেন। আমাদের সবার উচিত তার এ উদ্যোগকে স্বাগত জানানো। কারণ পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশ রক্ষা করতেই হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএইচআর