ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারী পাচারের অভিযোগে বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু আটক

প্রকাশিত: ০৮:১২ পিএম, ১১ মার্চ ২০১৬

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নারী পাচারের অভিযোগে উসিরি (২৩) নামের এক বৌদ্ধ ভিক্ষু আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ মন্দির থেকে তাকে আটক করা হয়। রোয়াংছড়ি থানার এসআই গোলাম মোস্তফা জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিনা পয়সায় পড়ালেখার প্রলোভন দেখিয়ে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ মারমা যুবতীকে কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি বৌদ্ধ মন্দিরে নিয়ে যান এ বৌদ্ধ ভিক্ষু। পরে তাদেরকে ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগদানের কথা বলে মায়ানমারে পাচার করেন তিনি। এদিকে নানাভাবে যোগাযোগ করে তাদের খোঁজ না পাওয়ায় অভিভাবকরা নিকটস্ত থানায় জানান এবং শুক্রবার সকালে মানবপাচার আইনে মামলা দায়ের করেন তারা।

পরে সন্ধ্যায় কাপ্তাই পুলিশের সহায়তায় বান্দরবান পুলিশ মিতিঙ্গাছড়ি বৌদ্ধ মন্দির থেকে উসিরি ভান্তেকে আটক করে।

সৈকত দাশ/আরএস