ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যায় ট্রলারে বাল্কহেডের ধাক্কা, যাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩১ মে ২০২৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে পড়ে সুমন শেখ (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বুধবার (৩১ মে) দুপুরে নদীর বন্দর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন শেখ বন্দর শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা। তিনি বন্দরের একটি চায়না কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বন্দর এলাকার বাসিন্দা সালাউদ্দিন বলেন, বন্দরের ১ নম্বর ঘাটে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে ৮-১০ জন পড়ে যান। এদের মধ্যে সবাই সাঁতরে পাড়ে এলেও সুমন নিখোঁজ থাকেন। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, বন্দর খেয়াঘাট এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে পড়ে সুমন শেখ নামে একজন নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান চলমান রেখেছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম