এবার ভৈরবে আসছে শুকনো ধান, মণে দাম বাড়লো ৩৫০ টাকা
কিশোরগঞ্জের ভৈরবে টনে টনে আসছে হাওরের বোরো ধান। শুরুতে ভেজা এলেও এখন আসছে শুকনো ধান। তাই শুরুতে দাম কম ছিল। দু সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানে দাম বেড়েছে ২০০-৩৫০ টাকা। ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে।
বুধবার (৩১ মে) দুপুরে বন্দরনগরী ভৈরব বাজার ঘুরে দেখা যায়, হাওরের পাঁচটি জেলার ৩০টি উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মণ বোরো ধান ভৈরব বাজারের মোকামে আসছে। ট্রলারে টনে টনে শুকনো ধান আনছেন কৃষক ও ব্যাপারীরা। স্থানীয় রাইস মিল চালু হওয়ায় ব্যাপারীরা ভৈরবের মোকাম থেকে ধান কিনছেন।
গত বছরের ফাল্গুন-চৈত্র মাসে পুরাতন ধান ১৪০০-১৫০০ টাকা মণ বিক্রি হয়েছে। কিন্তু বোরো ধান কাটা শুরু হলে বৈশাখের প্রথমেই মণ প্রতি ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি হয়। এতে কৃষকরা হতাশ হয়ে পড়েন। বর্তমানে মোকামে ৯০০-১১০০ টাকা মণ বিক্রি হচ্ছে ধান। এতে খুশি বিক্রেতারা।
আরও পড়ুন: হাওরের নতুন ধান আসছে ভৈরবে, দাম নিয়ে হতাশা
কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষক আবদুল জব্বার বলেন, ১৫ দিন আগে আমি ভৈরবে ৪০০ মণ ধান ৭০০ টাকা দরে বিক্রি করেছি। এতে আমার লোকসান হয়ে। আজ ৫০০ মণ ধান ৯৩০ টাকা মণ বিক্রি করলাম। এতে কিছুটা লাভ থাকবে।
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক নুরুউদ্দিন বলেন, মঙ্গলবার আমি ২০০ মণ ধান ভৈরবে এনেছি। আজ ৯০০ টাকা মণ বিক্রি করেছি। এবার ধান উৎপাদনে প্রতি মণ ৮০০ টাকা খরচ হয়েছে। ধানের দাম আরও বাড়বে।
ভৈরব বাজারে ধান বিক্রেতা জামান মিয়া বলেন, বৈশাখের প্রথম দিকে হাওর থেকে কাঁচা ধান আসতো তখন বাজারে ধানের দাম কম ছিল। আর এখন হাওর থেকে ভৈরবের মোকামে শুকনো ধান আমদানি হচ্ছে। তাই বাজারে ধানের দামও আগের চেয়ে মণ প্রতি ২০০-৩৫০ টাকা দরে বেড়েছে। এ সপ্তাহে বাজারে চিকন ধান প্রতি মণ ১১০০ টাকা, মোটা ধান প্রতি মণ ৯০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ভৈরব চেম্বারের সভাপতি আলহাজ মো. হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, সরকারিভাবে খাদ্য গুদামে ধান কেনা এখনো শুরু হয়নি। সরকার এবার ধান কিনবে ৩০ টাকা কেজি এবং চাল ৪৪ টাকা কেজি। বৈশাখের শুরুতে কৃষকরা কাঁচা ধান আমদানি করায় দাম কম ছিল। এখন বাজারে শুকনো ধান আমদানি হচ্ছে বলে দাম বেড়েছে। সরকারিভাবে ধান কেনা শুরু হলে বাজার দর আরও বাড়তে পারে। তিনি বলেন বর্তমানে ভৈরবে প্রতিদিন হাজার হাজার মণ ধান হাওর অঞ্চল থেকে আমদানি হচ্ছে এবং বিক্রিও হচ্ছে প্রচুর।
এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জাগো নিউজকে বলেন, ধান কাটার পর শুকনো ধান এলে দাম বাড়বে এটা স্বাভাবিক। বৈশাখের শুরুতে কৃষকরা জমি থেকে ধান কেটে কাঁচা ধান বিক্রি করতে আনে। তাই ১৫ দিন আগে ধানের দাম কম ছিল। সরকার ধান ক্রয় শুরু করলে দাম আরও বাড়বে। কৃষকরা হতাশ হওয়ার কিছু নেই।
এসজে/জিকেএস