ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ৩০ মে ২০২৩

নোয়াখালীর চাটখিলে স্ত্রী প্রিয়া আক্তারকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় স্বামী আল আমিনের (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আল আমিন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, সাজা পরোয়ানা মূলে আসামি আল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ জুন আল আমিন ঢাকা চলে যাবে বলে স্ত্রী প্রিয়াকে শপিংয়ের কথা বলে নিজের বাড়িতে ডেকে আনেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যান তাকে। সেখানে ধারালো ছুরি দিয়ে প্রিয়াকে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে। আল আমিন হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জাগো নিউজকে বলেন, হত্যার ঘটনায় স্বীকারোক্তির পর আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলাম। বিচারক তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল‘ইয়ার) অ্যাডভোকেট শিব নাথ ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস