ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৯ মে ২০২৩

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ইয়ান হোসেন খান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ান হোসেন খান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামের কামাল হোসেন খানের ছেলে। সে টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার সময় ইয়ানের সঙ্গে থাকা একই গ্রামের জিহাদ হোসেন বলেন, দুপুরে ইয়ান ও আরেকজনসহ আমরা দক্ষিণ ইন্দুরকানী গ্রামে ডাব কিনতে যাই। আমি গাড়িতে বসা ছিলাম। ইয়ান ডাব আছে কি না জানতে একটি বাড়িতে ঢোকে। ভেতরে ঢোকার সময় হঠাৎ চিৎকার করে বলে, ‘আমারে কারেন্টে ধরছে, বাঁচান’। তখন আমার সঙ্গে থাকা অন্য একজন তার পা ধরে টেনে বিদ্যুতের তার থেকে ছুটিয়ে আনেন। পরে তাকে অচেতন অবস্থায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সিদ্দিক খানের বাড়ির সামনে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় ওই কিশোর।

এ বিষয়ে ইন্দুরকানী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম বলেন, ২৪০ ভোল্টের পল্লী বিদ্যুৎ লাইনের তার কীভাবে ছিঁড়ে পড়ে গেলো তা জানি না। তবে দুর্ঘটনার পরে আমাদের কাছে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষণিকভাবে লাইন বন্ধ করে দিই।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস