ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাঠে ধান গোছাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৭ মে ২০২৩

রাজবাড়ীর পাংশার যশাইতে বজ্রপাতে আব্দুল খালেক মোল্লা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে যশাই ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল খালেক মোল্লা ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে হাসান আলী বলেন, সকাল ১০টার দিকে তার বাবা খাবার খেয়ে মাঠে ধান কাটতে যান। ওই সময় আগে কাটা ধান মহিষের গাড়িতে সাজাতে থাকেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে তার বাবার মৃত্যু হয়।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম