ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেলস্টেশনের টয়লেটে মিললো বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৭ মে ২০২৩

নীলফামারীর ডোমার রেলস্টেশনের টয়লেট থেকে তাহেরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ৬টার দিকে টয়লেটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তাহেরুল ইসলাম উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের গনির স্কুল ডাঙ্গাপাড়া এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, শুক্রবার ব্যবসায়ীক কাজে বিরামপুর যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। সর্বশেষ বাড়ির লোকজনের সঙ্গে শুক্রবার রাতে কথা হয়। তাহেরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন।

ডোমার রেলস্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম বলেন, টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ভোরে যাত্রীরা টয়লেটে যেতে পারছিলেন না৷ এমন অবস্থায় ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে দরজা ভাঙলে এক ব্যক্তির মরদেহ টয়লেটের ভেতরে পাওয়া যায়। পরে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেওয়া হয়। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

ডোমার সিভিল ডিভেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইয়েদ মো. ইমরান বলেন, ভেতর থেকে দরজা বন্ধ ছিল৷ আমরা দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করি৷ পরে জিআরপি পুলিশের কাছে সোপর্দ করি।

এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা করা হবে।

রাজু আহম্মেদ/এফএ/জেআইএম