ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় পুলিশের হাতে গ্রেফতার দুই ‘জিনের বাদশা’

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৬ মে ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ মে) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।

গ্রেফতাররা হলেন- উপজেলার মথুরাপুর গ্রামের দুলু মিয়ার ছেলে মোর্শেদুল ইসলাম (৩২) ও মালাধার কালিপাড়া গ্রামের মৃত রেজবর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি গুপ্তধন ও সম্পদ পাইয়ে দেওয়ার কথা বলে গত ৭ মে আব্দুল আলীম নামের এক ব্যক্তির কাছ থেকে স্থানীয় বিকাশ এজেন্ট থেকে পর্যায়ক্রমে মোট ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও তার স্ত্রীর ৪ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, ৪ আনা ওজনের একজোড়া স্বর্ণের চুরি, ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ২ আনা ওজনের স্বর্ণের টিকলি, ২ আনা ওজনের স্বর্ণের আংটি, ৪ ভরি ওজনের রুপার পায়ের নুপুর, মেয়ের ৩ আনা ওজনের কানের দুল একজোড়া, ভাবির ৮ আনা ওজনের স্বর্ণের চেইনসহ সর্বমোট ২ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

আব্দুল আলীম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাধ্য হয়ে এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। এরপর বৃহস্পতিবার (২৫ মে) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিনের বাদশা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে একজোড়া স্বর্ণের বালা ও একজোড়া স্বর্ণের কানের দুল, একটি গলার চেইন, এক জোড়া রুপার নুপুর, নগদ ৮ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, গ্রেফতারকৃত কথিত দুই জিনের বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।

শামীম সরকার শাহীন/এফএ/এএসএম