ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গোপসাগরে ঝড়ে মাছ ধরার নৌকাডুবি, জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ মে ২০২৩

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আহত চার জেলে কূলে ফিরতে পারলেও নিখোঁজ রয়েছেন একজন। বুধবার (২৪ মে) দুপুর টেকনাফের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. এনামুল হক (২২)। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কচ্ছপিয়া এলাকার মো. কাশেমের ছেলে।

আরও পড়ুন: নৌকাডুবির ৭ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার 

নিখোঁজের বাবা মো. কাশেম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এনামুলসহ পাঁচজন সাগরে মাছ ধরতে যায়। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তাদের নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা চারজন কূলে ফিরতে পারলেও এনামুল এখনো নিখোঁজ।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, জাল নিয়ে ডিঙি নৌকাসহ সাগরে নেমে ঝড়ে এনামুল নিখোঁজ রয়েছেন। এসময় তার সঙ্গে থাকা বাকি চার জেলে আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস