ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান, দুই আড়তকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২১ মে ২০২৩

খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে দুটি আড়ত ও এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে বার আউলিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং ফরিদপুর বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং জাহেদ নামের একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, দেশে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। অভিযানে আড়তদারদের জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়।

অস্বাভাবিক মূল্যে পেঁয়াজসহ ভোগ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসনের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৫০ ট্রাক ভারতীয় পেঁয়াজ 

তিনি বলেন, বাজারে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যস্বত্বভোগী একটা সিন্ডিকেট আছে। যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। এখানে ডিমান্ড অর্ডারের (ডিও) মাধ্যমে শুধু একটি ক্রয় রশিদ-ই বিক্রি হয় ১০ জনের কাছে। আমরা বিভিন্ন ট্রেডিংয়ের দোকান থেকে ৬ শতাধিক মধ্যস্বত্বভোগীর নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করেছি। যাদের মাধ্যমে একটি পণ্যের দাম হাত বদল হয়ে বাড়তে থাকে। এখানে মধ্যস্বত্বভোগীদের পাশাপাশি মিল মালিকদের কারসাজিও আছে। এই বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে এদের ট্রেড লাইসেন্স চেকিংসহ পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস