ব্লেন্ডেড এডুকেশন নিয়ে মাস্টারপ্ল্যান হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্লেন্ডেড এডুকেশন নিয়ে মাস্টারপ্ল্যান হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। নতুন বিশ্ববিদ্যালয়গুলো একেবারে শুরু থেকেই সেভাবে প্রস্তুত হবে।
শনিবার (২০ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এমন একটি সময় ছিল যখন আমরা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। স্কুল পর্যায়ও এর চর্চা অনেক কমে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেটি আরও কমে যায়। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে বিজ্ঞান ও গবেষণায় শিক্ষার্থীদের দখল কম ছিল। তখন তিনি ঘোষণা দিলেন ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের।
আরও পড়ুন: ব্লেন্ডেড লার্নিং নীতিমালা বাস্তবায়নের নির্দেশ ইউজিসির
তিনি বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি পড়ানো হয়। কিন্তু কেন বিশেষভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে হবে? কারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করার জন্য। তিনি যে কথা দেন সে কথা রাখেন। তারই প্রেক্ষিতে দেশে অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষায় সহজে অংশগ্রহণ করতে পারেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম