ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ আছে।
শনিবার (২০ মে) ভোরে উপজেলার লাউয়াছড়া বনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন।
ট্রেনে থাকা যাত্রী আলমগীর হোসাইনী বলেন, খুব খারাপভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়া অভয়ারণ্যের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটে। যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেল লাইনেরর ওপর গাছ হেলে পড়েছিল। গাছের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি আরও বলেন, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকেও ছেড়ে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজে এসেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
আব্দুল আজিজ/এসজে/এমএস