ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষার হলে উত্তর বলে দেওয়ায় শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৮ মে ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহস্পতিবার (১৮ মে) উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব অনিল চন্দ্র কর জানান, বহস্পতিবার ভোকেশনাল গ্রেড-১ পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক কমল চন্দ্র দাস মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্র পরিদর্শক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত শিক্ষক কমল চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা এবং পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাওন খান/এসআর/জেআইএম