ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৮ মে ২০২৩

ভোলায় গৃহবধূ কুলসুম হত্যা মামলার রহস্য উন্মোচন করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. তছির সাজিকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তছির সাজি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামবাসকান্দি গ্রামের মো. কাদের সাজির ছেলে।

আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ২৮ এপ্রিল তছির সাজির সঙ্গে তার তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন মারাত্মক আহত হন। এ ঘটনায় উভয় পক্ষ মামলা করেন। প্রতিপক্ষের মামলার ১ নম্বর আসামি তছির সাজি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় তছির সাজি প্রতিপক্ষকে ঘায়েল করতে ১৪ মে রাতে স্ত্রী কুলসুম বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পরদিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ওই দিন তছির সাজিকে মারধরের মামলায় গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। তার স্বীকারোক্তির পর বৃহস্পতিবার সকালে তার বাড়ির পুকুর থেকে হত্যার কাজে ব্যবহৃত দা ও রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করা হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম