টাকা ছাড়া মেলে না করোনার টিকা
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মেলছে না করোনার টিকা। কেন্দ্রে টিকা নিতে গেলে নানা টালবাহনা শুরু করেন সংশ্লিষ্টরা। পরে হাসপাতালের এক স্টাফের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে টিকার ব্যবস্থা করা হয়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, হাসপাতালে করোনার টিকা নিতে গেলে বিভিন্ন অজুহাতে টিকা গ্রহণকারীদের হাসপাতালের নিচে নিছার আলী (সংগ্রাম) নামের এক স্টাফের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়। পরে সংগ্রামের সঙ্গে টাকার চুক্তি সম্পন্ন হলে তাকে ওপরে পাঠিয়ে দেওয়া হয়। তখনই নার্স ফারহানা টিকা দেন।
হাসপাতালে টিকা নিতে আসা মিন্টু জানান, সকালে টিকা নিতে আসলে আমার কাছে এক হাজার ৪০০ টাকা দাবি করা হয়। টাকা না দিলে টিকা হবে না বলে জানিয়ে দেয়।
আরও পড়ুন: দেশেই শুরু হচ্ছে করোনার টিকা উৎপাদন
টিকা নিতে আসা আবু হুরাইরা নামের আরেকজন জানান, এক মাস আগে হাসপাতালে আসি টিকা নিতে যাই। আমার কাছে ১৪ হাজার টাকা দাবি করা হয়। সেজন্য টিকা নিতে পারিনি। আবার এসেছি টিকা নিতে। তারা জানান টাকা না দিলে টিকা দেওয়া সম্ভব নয়।
এ বিষয়ে অভিযুক্ত নার্স ফারহানা জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। হাসপাতালে আসলে আমরা টিকার ব্যবস্থা করছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, আমি ছুটিতে রয়েছি। এমন কোনো বিষয় আমার জানা নেই। অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস