ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৮ মে ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ আছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

তালশহর রেলওয়ে স্টেশনের মাস্টার এসএম নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনটি দুপুর দেড়টার দিকে ছেড়ে আসে। এরপর তালশহর স্টেশনের আউটারে এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরও বলেন, এরই মধ্যে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন আনা হয়েছে। এটি তিতাস কমিউটার ট্রেনে সংযুক্ত করা হবে। আধা ঘণ্টার মধ্যে আপলাইনে আবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সচল হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস