ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোরবানির অজুহাত

কেজিতে আদার দাম বেড়েছে ১৮০ টাকা

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৮ মে ২০২৩

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ টাকা। আর কাঁচামরিচে বেড়েছে ২৫ টাকা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে আদার। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৮০ টাকা দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, আদা প্রতি কেজি ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল ৯০-১০০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি। গত সপ্তাহে ছিল ৪৫ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৯০-১০০ টাকা।

jagonews24

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলম হোসেন বলেন, ‘সামনে কোরবানির ঈদ। ওই সময় আদার ব্যাপক চাহিদা রয়েছে। ফলে হঠাৎ করেই আদার দাম ১৮০ টাকা বেড়েছে। বর্তমানে হিলিতে আদা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

বিরক্তি প্রকাশ করে আব্দুল আলিম নামের এক ব্যক্তি বলেন, ‘ঈদ আসতে এখনো অনেক দেরি। অথচ এখন থেকেই আদার দাম যেভাবে বাড়ছে তা সাধারণ ক্রেতার নাগালের বাইরে। দাম বাড়ার একটা সীমা আছে!’

কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘কাঁচামালের দাম সকালে বাড়ে, বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি দামে বিক্রি করি। আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।’

তিনি বলেন, পঞ্চগড়, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের আবাদ বাড়লেও তীব্র দাবদাহের কারণে সরবরাহ কমে যাচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমতে শুরু করবে।

ষাটোর্ধ্ব আবুল হোসেন পেশায় একজন রিকশাচালক। তিনি জাগো নিউজকে বলেন, ‘গত রোববার কাঁচামরিচ কিনেছি ১০০ টাকা কেজি। আজ ১২০ টাকা কেজি কিনলাম। দাম বেড়েই চলছে। অথচ আমাদের ইনকামতো বাড়ে না। কদিন আগে দিনে ৩০০-৩৫০ টাকা আয় হলেও এখন ২০০ টাকা আয় করাই কঠিন। এ টাকা দিয়ে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে।’

jagonews24

পাইকারি পেঁয়াজ বিক্রেতা আবু তাহের হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। সামনে ঈদের বাজার। এতে মানুষের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে পেঁয়াজের। এজন্য দামও বেড়েছে।’

তিনি বলেন,‘ পাবনায় দেশি পেঁয়াজ ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা মণ বিক্রি হচ্ছে। মোকামেই পেঁয়াজের দাম বেশি। আজ বৃহস্পতিবার সকালে বিক্রি করছি ৭০ টাকা কেজি দরে, যা তিনদিন আগেও ছিল ৬৫ টাকা। খোলাবাজারে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাহাবুর রহমান/এসআর/জিকেএস