ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বিএসএফ`র হাতে শিশুসহ ৩ নারী আটক

প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৭ জুলাই ২০১৪

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুসহ ৩ নারীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং মেইন পিলারের ৯নং সাব পিলারের কাছ থেকে তাদের আটক করে।

জানা গেছে, ভারতের দিল্লীর এক ইট ভাটার কাজ করে বাংলাদেশে অবৈধ পথে বাড়ি ফেরার সময় কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী হাজরা বেগম (৪৫) ও তার কন্যা মনজু বেগম (৩২) সীমান্ত পথে প্রবেশ করে। তারা বাংলাদেশ অভিমুখী আরও ৮ থেকে ১০ জনের একটি দলের সাথে শিশুকন্যা আফছিনা (০২) কেও নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এ সময় ভারতের করলা ক্যাম্পের টহলরত বিএসএফ টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। দ্রুত ছুটাছুটি করতে গিয়ে হাজরা, মনজু ও শিশু আফসিনা বিএসএফের হাতে ধরা পড়ে।

এ ব্যাপারে ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন জানান, আমরা ভারতের বিএসএফের কাছে প্রতিবাদ লিপি ইতোমধ্যেই পাঠিয়েছি। কিন্তু তারা আটক বাংলাদেশিদেরকে ভারতীয় দিনহাটা থানায় সোপর্দ করার কথা জানিয়ে উত্তর পত্র দেন।