১৬ বছরে এবারই প্রথম, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি সাতক্ষীরায়
প্রায় প্রতিবছরই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আঘাত হানে দেশের উপকূলে। বিশেষ করে সাতক্ষীরা উপকূলে বিগত প্রায় সব ঘূর্ণিঝড়েই কমবেশি প্রভাব পড়েছে। তবে ঘূণির্ঝড় মোখা উপকূল অতিক্রম করার সময় এর কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরা উপকূলে।
আগের ঘূর্ণিঝড়গুলোর কোনোটি সরাসরি আঘাত হেনেছে সাতক্ষীরায়। প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেগুলো সরাসরি আঘাত করেনি তার প্রভাবে ঝোড়ো হাওয়া, বৃষ্টি কিংবা বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু গত ১৬ বছরের মধ্যে এবারই প্রথমবার তার ব্যতিক্রম হলো। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কোনো প্রভাবই পড়েনি সাতক্ষীরায়। ঝোড়ো বাতাস, বৃষ্টি, জলোচ্ছ্বাস বা জোয়ারের পানি বৃদ্ধির কোনোটিই না হওয়ায় স্বস্তিতে ছিলেন মানুষ।
ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানলে বাংলাদেশ সীমান্তের উপকূলীয় জেলা সাতক্ষীরায়ও তার কমবেশি প্রভাব পড়ে। আবার আম্পান, ফণী, বুলবুলসহ একাধিক ঝড় সরাসরি আঘাত হেনেছে বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর। ফলে সাতক্ষীরা-খুলনাসহ উপকূলীয় এলাকায় কমবেশি ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে ঝড়েে প্রভাবে নদ-নদীর পানি বাড়ার কারণে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এবার ছিল সম্পূর্ণ ব্যতিক্রম।
রোববার (১৪ মে) সাতক্ষীরায় তেমন কোনো ঝোড়ো বাতাস হয়নি। সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও হয়নি বৃষ্টি। মোখার প্রভাবে জেলার নদ- নদীর পানিও তেমন একটা বাড়েনি।
আবহাওয়া অফিসসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১৬ বছরে কমপক্ষে ১৪টি ঘূর্ণিঝড় আঘাত করেছে দেশের উপকূলে। এর মধ্যে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে ১০-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে আঘাত করেছিল ঘূর্ণিঝড় ‘সিডর’। এতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি লোকালয় ও সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়। যদিও সিডরে সাতক্ষীরায় ক্ষয়ক্ষতি হয় তুলনামূলক কম।
এরপর ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় ‘আইলা’য় খুলনায় নিহত হয়েছিলেন ৫৭ জন, সাতক্ষীরায় ৬৭ জন এবং বাগেরহাটে ৮ জন। প্রাণহানির পাশাপাশি বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বাঁধ ভেঙে সাতক্ষীরার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বহু মানুষ স্থায়ীভাবে আশ্রয়চ্যুত হন।
২০১৩ সালের ১৬ মে দেশের নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। এর প্রভাবে খুলনা-সাতক্ষীরা উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়। ২০১৫ সালের ৩০ জুলাই ঘূর্ণিঝড় ‘কোমেন’ চট্টগ্রাম উপকূলে আঘাত করে। সাতক্ষীরা-খুলনায় ছিল ঝোড়ো বাতাস ও বৃষ্টি।
২০১৬ সালের ২১ মে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম উপকূলে আঘাত করে। এর প্রভাবে সাতক্ষীরা-খুলনায় ব্যাপক বৃষ্টি হয় এবং সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। ২০১৭ সালের ৩০ মে কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোরা’। এর প্রভাবে সাতক্ষীরা-খুলনায় বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো বাতাস।
২০১৯ সালের ৩ মে ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে সাতক্ষীরা ও খুলনায় প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ২০১৯ সালের ১০ নভেম্বর ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে সাতক্ষীরা ও খুলনায় গাছচাপায় বেশ কয়েকজন নিহত হন। সুন্দরবনের ৪ হাজার ৫৮৯টি গাছ ও সাড়ে ৯ হাজার ঘরবাড়ি, ২ হাজার ৭৭২টি চিংড়ি ঘের ও পুকুর প্লাবিত, ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়।
২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় ‘আম্পান’র আঘাতে বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরা ও খুলনায় লোকালয় এবং জলোচ্ছ্বাসে সুন্দরবনের বনভূমি প্লাবিত হয়। লোকালয়ের ৮৫ হাজার ঘরবাড়ি ও সুন্দরবনের প্রায় ১২ হাজার ৩৫৮টি গাছপালা ভেঙে যায়।
২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র আঘাতে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়। প্রায় ৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ৪-৫ ফুট উচ্চতার জোয়ারে তলিয়ে যায় সুন্দরবনের বনভূমি। মারা যায় চারটি হরিণ। ২০২১ সালের ৬ ডিসেম্বর ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়।
২০২২ সালের ৯ মে ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সাতক্ষীরা ও খুলনায় ভারী বৃষ্টি হয়। ২০২২ সালের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র আঘাতে কয়রায় বেড়িবাঁধ ধসে যায় এবং ১ হাজার ৬০০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী শাহানেওয়াজ তালুকদার জাগো নিউজকে বলেন, মোখার প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় কোনো নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পায়নি। উচ্চতা স্বাভাবিক ছিল। এ কারণে কোনো এলাকায় বেড়িবাঁধের ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, আগে থেকেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। এছাড়া গাবুরা ইউনিয়নের চারপাশে নতুন করে টেকসই বেড়িবাধ নির্মাণের কাজ শুরু হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী রিপন জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় মোখা ছিল অন্যবারের ঘূর্ণিঝড় থেকে একটু আলাদা। আগের ঘূর্ণিঝড়গুলোতে ঝড়ের অগ্রভাগে মেঘ ছিল। অগ্রভাগের মেঘ চারদিকে ছড়িয়ে পড়ে বৃষ্টি হতো। এবার মেঘ ঘূর্ণিঝড় কেন্দ্রের ওপরে সীমাবদ্ধ ছিল। সে কারণে এটি চট্টগ্রাম-কক্সবাজারে আঘাত করলেও এর প্রভাবে সাতক্ষীরা-খুলনায় অঞ্চলে বৃষ্টি হয়নি।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরায় তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কমেছে। মঙ্গলবার (১৬ মে) থেকে বৃষ্টি হতে পারে।
এসআর/এমএস
টাইমলাইন
- ১২:২০ পিএম, ১৬ মে ২০২৩ ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী
- ০৯:১৩ এএম, ১৬ মে ২০২৩ মোখা রেখে গেছে ক্ষত, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
- ০৭:২৭ পিএম, ১৫ মে ২০২৩ ১৬ বছরে এবারই প্রথম, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি সাতক্ষীরায়
- ০৩:৪০ পিএম, ১৫ মে ২০২৩ বাড়িঘর ছাড়া ক্ষয়ক্ষতির আর কোনো তথ্য পাইনি: প্রতিমন্ত্রী
- ১১:৩৯ এএম, ১৫ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নামলো সব সতর্ক সংকেত
- ০৯:৫৮ পিএম, ১৪ মে ২০২৩ মোখার হুঙ্কার উপেক্ষা করে সাগরবিলাস!
- ০৯:১৭ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে যেসব আমল করবেন
- ০৯:০৮ পিএম, ১৪ মে ২০২৩ আশ্রয়কেন্দ্র ছাড়ছেন সোনাগাজী উপকূলের লোকজন
- ০৮:৩০ পিএম, ১৪ মে ২০২৩ উপকূল অতিক্রম করেছে মোখা, সংকেত নামলো ৩ নম্বরে
- ০৭:২৩ পিএম, ১৪ মে ২০২৩ রাতে বৃষ্টি হতে পারে ঢাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া
- ০৬:০৬ পিএম, ১৪ মে ২০২৩ জরুরি সহায়তায় রেড ক্রিসেন্টের ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক
- ০৫:৪০ পিএম, ১৪ মে ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষাও স্থগিত
- ০৫:১৮ পিএম, ১৪ মে ২০২৩ সন্ধ্যা নাগাদ দুর্বল হতে পারে ‘মোখা’
- ০৫:১০ পিএম, ১৪ মে ২০২৩ এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো, ঝড়ের গতিবেগ ১৪৭ কিমি
- ০৪:১৫ পিএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে আঘাত হেনেছে মোখা, লন্ডভন্ড বাড়িঘর
- ০৩:৩৩ পিএম, ১৪ মে ২০২৩ দুদিনের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হবে, আশা প্রতিমন্ত্রীর
- ০২:৫৩ পিএম, ১৪ মে ২০২৩ নদীতে জেলেরা, লক্ষ্মীপুরে ভাঙন আতঙ্ক
- ০২:৩৭ পিএম, ১৪ মে ২০২৩ সারাদেশে বৃষ্টিপাত কম, কারণ জানালো অধিদপ্তর
- ০২:১৯ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার প্রভাব নেই কুয়াকাটায়
- ০২:১৪ পিএম, ১৪ মে ২০২৩ কক্সবাজার সদর হাসপাতালে প্রস্তুত ৩৫ শয্যার আলাদা ওয়ার্ড
- ০২:০৮ পিএম, ১৪ মে ২০২৩ সৈকতে জনসাধারণের সেলফি: প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন
- ০১:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ স্বাভাবিক কক্সবাজার, সেন্টমার্টিনে বেড়েছে বাতাসের গতি
- ০১:৪২ পিএম, ১৪ মে ২০২৩ ‘সেন্টমার্টিনে ১০০ কিমি বেগে বাতাস বইছে, তিনতলা ভবন কাঁপছে’
- ০১:২৮ পিএম, ১৪ মে ২০২৩ হাতিয়ায় বাড়ছে পানি, উপকূলে সতর্কতা
- ০১:২৩ পিএম, ১৪ মে ২০২৩ ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বসের আশঙ্কা নেই: প্রতিমন্ত্রী
- ১২:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ ‘মোখা’ অতিক্রমের পর কক্সবাজারে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা
- ১২:৪৯ পিএম, ১৪ মে ২০২৩ ‘বাড়িঘরের চিন্তায় আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছে করে না’
- ১১:৩৭ এএম, ১৪ মে ২০২৩ মোখার প্রভাব নেই বরগুনায়, সাইক্লোন শেল্টারে ঝুলছে তালা
- ১১:২২ এএম, ১৪ মে ২০২৩ বিকেলে উপকূল পেরোতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ১০:৫১ এএম, ১৪ মে ২০২৩ বরিশালের আকাশ গুমোট, বৃষ্টি হতে পারে দুপুরে
- ১০:০৮ এএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে বৃষ্টি-বাতাস-পানির উচ্চতা বেড়েছে
- ০৯:২৭ এএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু
- ০৯:২১ এএম, ১৪ মে ২০২৩ উপকূলের আরও কাছে ‘মোখা’, তীব্র হচ্ছে গতি
- ০৮:৪৩ এএম, ১৪ মে ২০২৩ বিকেল ৩টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ‘মোখা’
- ০৮:৩৪ এএম, ১৪ মে ২০২৩ রাতে আশ্রয়কেন্দ্র ঘুরে শুকনো খাবার দিলেন তোফায়েল
- ০৯:৪৬ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: আড়াই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
- ০৯:০৩ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটক সরাতে বিজিবি মোতায়েন
- ০৮:০৯ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং
- ০৭:১৭ পিএম, ১৩ মে ২০২৩ সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ০৬:৫৮ পিএম, ১৩ মে ২০২৩ নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র
- ০৫:৫৩ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং
- ০৫:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
- ০৫:১৮ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম মেট্রোপলিটনের ৭০০০ ফোর্স প্রস্তুত, নিয়ন্ত্রণকক্ষ চালু
- ০৫:১৬ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিনে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
- ০৪:৩০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
- ০৪:১০ পিএম, ১৩ মে ২০২৩ স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’
- ০৩:১৩ পিএম, ১৩ মে ২০২৩ রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- ০২:৫৬ পিএম, ১৩ মে ২০২৩ ২ সমুদ্রবন্দর ও ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত
- ০২:৩১ পিএম, ১৩ মে ২০২৩ দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
- ০২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
- ০২:১৬ পিএম, ১৩ মে ২০২৩ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী
- ০২:০০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
- ০১:৪৯ পিএম, ১৩ মে ২০২৩ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগাম দুঃখ প্রকাশ
- ০১:৩০ পিএম, ১৩ মে ২০২৩ এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
- ০১:২৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- ০১:১৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ
- ০১:১২ পিএম, ১৩ মে ২০২৩ ‘মোখা’ সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়: প্রতিমন্ত্রী
- ০১:০৪ পিএম, ১৩ মে ২০২৩ মোখার প্রভাবে কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- ১২:৫২ পিএম, ১৩ মে ২০২৩ রোববার সারাদিনের মধ্যে আঘাত হানতে পারে ‘মোখা’
- ১২:৪৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত
- ১২:৪৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর জাহাজ-হেলিকপ্টার
- ১২:৪১ পিএম, ১৩ মে ২০২৩ সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’
- ১২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম-বরিশালে রাত থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব
- ১২:২৪ পিএম, ১৩ মে ২০২৩ হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ
- ১১:২৬ এএম, ১৩ মে ২০২৩ ৩ বিভাগে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- ১১:২৩ এএম, ১৩ মে ২০২৩ সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ
- ১০:৪৯ এএম, ১৩ মে ২০২৩ ১০ জেলায় প্রস্তুত ৫ হাজার ৪২৭ আশ্রয়কেন্দ্র
- ০৯:৩৯ এএম, ১৩ মে ২০২৩ ফেনী উপকূলবাসীর জন্য ৪৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- ০৮:২৯ এএম, ১৩ মে ২০২৩ লোকজনকে নিরাপদে নিতে গভীর রাতে জেলেপল্লিতে জেলা প্রশাসক
- ০৮:১৪ এএম, ১৩ মে ২০২৩ শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ
- ০৯:২১ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত
- ০৯:০৬ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- ০৮:০৯ পিএম, ১২ মে ২০২৩ এখনো সাগরে অনেক জেলে, ঘাটে ফিরতে কোস্টগার্ডের মাইকিং
- ০৬:১৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: চট্টগ্রাম-কক্সবাজারে প্রস্তুত ১৬০৬ আশ্রয়কেন্দ্র
- ০৬:০৬ পিএম, ১২ মে ২০২৩ সেন্টমার্টিনে ‘মোখা’র প্রভাব নেই, তবুও প্রস্তুতি সম্পন্ন
- ০৫:১১ পিএম, ১২ মে ২০২৩ ‘মোখা’ আতঙ্কে পর্যটক কমেছে কুয়াকাটায়, বাতিল হচ্ছে বুকিং
- ০৫:০৫ পিএম, ১২ মে ২০২৩ মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ-সেন্টমার্টিন
- ০৪:৫৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের কোনটির অর্থ কী?
- ০৪:০৮ পিএম, ১২ মে ২০২৩ রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
- ০৩:০০ পিএম, ১২ মে ২০২৩ বরগুনায় ২৪ স্পটে বাঁধ ঝুঁকিপূর্ণ
- ০২:২৭ পিএম, ১২ মে ২০২৩ ১৭৫ কিমি বেগে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ১২:৫৭ পিএম, ১২ মে ২০২৩ মোখার গতি থাকতে পারে ১৫০-১৬০ কিলোমিটার
- ১২:৩৮ পিএম, ১২ মে ২০২৩ ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র, ৩৮ মেডিকেল টিম
- ১২:০৯ পিএম, ১২ মে ২০২৩ নিরাপদে সরে যেতে সুন্দরবন উপকূলে মাইকিং
- ১১:৩৮ এএম, ১২ মে ২০২৩ উপকূলে ১০-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
- ১০:২৬ এএম, ১২ মে ২০২৩ সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি
- ১০:১৭ এএম, ১২ মে ২০২৩ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’
- ০১:২৬ এএম, ১২ মে ২০২৩ চট্টগ্রামে প্রস্তুত ১৭ হাজার স্বেচ্ছাসেবক, ১০৩০ আশ্রয়কেন্দ্র
- ০১:০৪ এএম, ১২ মে ২০২৩ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’
- ১১:২৫ পিএম, ১১ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
- ০৯:০০ পিএম, ১১ মে ২০২৩ ‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই
- ০৮:২৬ পিএম, ১১ মে ২০২৩ ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত
- ০৭:৫৮ পিএম, ১১ মে ২০২৩ কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র