ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

শিল্পাঞ্চল আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনে প্যাডাক জিন্স নামক একটি তৈরি পোশাক কারখানায় নায্য মজুরির দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে কর্মরত শ্রমিকদের একাংশ।

এ সময় শ্রমিকদের অন্য একটি অংশ মালিক পক্ষের সাথে লিয়াজো করে কাজ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনায় আলামিন (২৮) ও বিলকিসসহ (২২) পাঁচ শ্রমিক আহত হয়েছেন।  

আহত আলামিন জানায়, কয়েকদিন আগে কারখানা থেকে আমাদের বেতনের জন্য আড়াই লক্ষ টাকা চুরি যায়। এ ঘটনায় কারখানার কর্মকর্তারা রোববার আমাদের বেতন দেয়ার সময় আড়াই লক্ষ টাকার ক্ষতিপূরণ হিসেবে সকলের কাছ থেকে টাকা কেটে রাখার চেষ্টার করে। এ ঘটনায় আমরা প্রতিবাদ করলে মালিকপক্ষের লোকজন সোমবার কারখানায় কাজ করতে গেলে আমাদের মারধর করে ৫ শ্রমিককে আহত করে।

হামলার বিষয়ে জানতে চাইলে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাজাহার হোসেন আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমাসে বেতনের সময় অসুস্থ্য শ্রমিকদের জন্য কিছু সাহায্য সহযোগীতা উঠানো হয়। রোববার বেতনের সময় সাহায্য তুলতে গেলে কিছু শ্রমিক বিশৃঙ্খলা করায় একই বিষয় নিয়ে সোমবার দুইপক্ষের শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।