ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’

সায়ীদ আলমগীর | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ মে ২০২৩

অতিপ্রবল রূপ নেওয়া ঘূর্ণিঝড় মোখার আঘাতে উখিয়া-টেকনাফের আশ্রিত রোহিঙ্গা বসতি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে। মোখা সেন্টমার্টিন, কুতুবদিয়া, মহেশখালীর সোনাদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি, কক্সবাজার সদরের চৌফলদন্ডী, খুরুশকুল, ঈদগাঁওয়ের গোমাতলী, পোকখালীতে স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ধারণা স্থানীয়দের। পাহাড়ধস ও জলোচ্ছ্বাসে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও এড়িয়ে যাচ্ছেন না অতীতের ভুক্তভোগীরা।

শনিবার (১৩ মে) দুপুর থেকে কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে টেকনাফসহ সেন্টমার্টিন ও উপকূল এলাকায়। শুক্রবার (১২ মে) রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে মোখায় সম্ভাব্য ক্ষতি ও পরবর্তী করণীয় সম্পর্কে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘শুক্রবার সন্ধ্যা থেকে দ্বীপের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সাগরে জোয়ারের পানি বেড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। যারা ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখেছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্বীপে বড় কোনো দুর্ঘটনা হলে পালিয়ে যাওয়া রাস্তা নেই। চতুর্দিকে সাগর। এবার স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা। তবে সাইক্লোন শেল্টার থাকায় আপাতত আমরা নিরাপদ বোধ করছি।’

বাহারছড়া উপকূলের বাসিন্দা মো. জুবায়ের বলেন, আমাদের গ্রামে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা পাহাড়ধসের আশঙ্কায় রয়েছেন। উপজেলা প্রশাসন থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হোয়াইক্যংয়ের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বিগত ঘূর্ণিঝড়ে আমাদের এলাকায় পাহাড়ধসে অনেক লোক মারা গেছেন। এবারের ঘূর্ণিঝড়ের ভয়াবহতা শুনে আমরা খুব আতঙ্কে আছি। বিশেষ করে পাহাড়ে থাকা মানুষগুলো অনিরাপদ।

উনচিপ্রাং ক্যাম্পের মাঝি (নেতা) কামাল হোসাইন বলেন, ক্যাম্পের পাহাড়ের পাশে অথবা পাহাড়ের ওপরে থাকা রোহিঙ্গারা আতঙ্কে সময় কাটাচ্ছেন। ভারি বৃষ্টি হলেও পাহাড়ধস হয়। কিন্তু ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখার ভয়াবহতা শুনে আমরা খুব ভয়ে আছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় দ্বীপবাসীকে সতর্ক করে প্রচারণা চালানো হচ্ছে। মানুষকে নিরাপদে রাখতে স্কুল, মাদরাসা ও সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান চেয়ারম্যান মুজিব।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, পাহাড়ি এলাকাসহ সবখানে মাইকিং করে পাহাড় ও ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিরাপদে মানুষদের সরে আসতে অনুরোধ করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

টেকনাফ ইউএনও মো. কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া আছে। সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। হটলাইন খোলা হয়েছে ।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতসহ ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পগুলোতে স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পের স্কুল ও মসজিদ-মাদরাসাসহ মজবুত সেন্টারগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পে রেড ক্রিসেন্ট সোসাইটি, রেডক্রস, মেডিকেল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনী, বিভিন্ন দাতা সংস্থার কর্মীসহ রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরাও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। দুর্যোগকালীন সময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে নগদ অর্থ ও শুকনা খাবার।

বিগত ঘূর্ণিঝড়ে টেকনাফসহ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ২০ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছিল। আর কক্সবাজারের অন্য জায়গায় মারা যান অর্ধশতাধিক। এবার পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় রাখতে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে অতিভারি বর্ষণের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় মোখার তাণ্ডব শুরু হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৮৯ মিলমিটার) বৃষ্টি হতে পারে। অতিভারি বৃষ্টির কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার (১৪ মে) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

এসআর/এএসএম

টাইমলাইন

  1. ১২:২০ পিএম, ১৬ মে ২০২৩ ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী
  2. ০৯:১৩ এএম, ১৬ মে ২০২৩ মোখা রেখে গেছে ক্ষত, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
  3. ০৭:২৭ পিএম, ১৫ মে ২০২৩ ১৬ বছরে এবারই প্রথম, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি সাতক্ষীরায়
  4. ০৩:৪০ পিএম, ১৫ মে ২০২৩ বাড়িঘর ছাড়া ক্ষয়ক্ষতির আর কোনো তথ্য পাইনি: প্রতিমন্ত্রী
  5. ১১:৩৯ এএম, ১৫ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নামলো সব সতর্ক সংকেত
  6. ০৯:৫৮ পিএম, ১৪ মে ২০২৩ মোখার হুঙ্কার উপেক্ষা করে সাগরবিলাস!
  7. ০৯:১৭ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে যেসব আমল করবেন
  8. ০৯:০৮ পিএম, ১৪ মে ২০২৩ আশ্রয়কেন্দ্র ছাড়ছেন সোনাগাজী উপকূলের লোকজন
  9. ০৮:৩০ পিএম, ১৪ মে ২০২৩ উপকূল অতিক্রম করেছে মোখা, সংকেত নামলো ৩ নম্বরে
  10. ০৭:২৩ পিএম, ১৪ মে ২০২৩ রাতে বৃষ্টি হতে পারে ঢাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া
  11. ০৬:০৬ পিএম, ১৪ মে ২০২৩ জরুরি সহায়তায় রেড ক্রিসেন্টের ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক
  12. ০৫:৪০ পিএম, ১৪ মে ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষাও স্থগিত
  13. ০৫:১৮ পিএম, ১৪ মে ২০২৩ সন্ধ্যা নাগাদ দুর্বল হতে পারে ‘মোখা’
  14. ০৫:১০ পিএম, ১৪ মে ২০২৩ এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো, ঝড়ের গতিবেগ ১৪৭ কিমি
  15. ০৪:১৫ পিএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে আঘাত হেনেছে মোখা, লন্ডভন্ড বাড়িঘর
  16. ০৩:৩৩ পিএম, ১৪ মে ২০২৩ দুদিনের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হবে, আশা প্রতিমন্ত্রীর
  17. ০২:৫৩ পিএম, ১৪ মে ২০২৩ নদীতে জেলেরা, লক্ষ্মীপুরে ভাঙন আতঙ্ক
  18. ০২:৩৭ পিএম, ১৪ মে ২০২৩ সারাদেশে বৃষ্টিপাত কম, কারণ জানালো অধিদপ্তর
  19. ০২:১৯ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার প্রভাব নেই কুয়াকাটায়
  20. ০২:১৪ পিএম, ১৪ মে ২০২৩ কক্সবাজার সদর হাসপাতালে প্রস্তুত ৩৫ শয্যার আলাদা ওয়ার্ড
  21. ০২:০৮ পিএম, ১৪ মে ২০২৩ সৈকতে জনসাধারণের সেলফি: প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন
  22. ০১:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ স্বাভাবিক কক্সবাজার, সেন্টমার্টিনে বেড়েছে বাতাসের গতি
  23. ০১:৪২ পিএম, ১৪ মে ২০২৩ ‘সেন্টমার্টিনে ১০০ কিমি বেগে বাতাস বইছে, তিনতলা ভবন কাঁপছে’
  24. ০১:২৮ পিএম, ১৪ মে ২০২৩ হাতিয়ায় বাড়ছে পানি, উপকূলে সতর্কতা
  25. ০১:২৩ পিএম, ১৪ মে ২০২৩ ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বসের আশঙ্কা নেই: প্রতিমন্ত্রী
  26. ১২:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ ‘মোখা’ অতিক্রমের পর কক্সবাজারে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা
  27. ১২:৪৯ পিএম, ১৪ মে ২০২৩ ‘বাড়িঘরের চিন্তায় আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছে করে না’
  28. ১১:৩৭ এএম, ১৪ মে ২০২৩ মোখার প্রভাব নেই বরগুনায়, সাইক্লোন শেল্টারে ঝুলছে তালা
  29. ১১:২২ এএম, ১৪ মে ২০২৩ বিকেলে উপকূল পেরোতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
  30. ১০:৫১ এএম, ১৪ মে ২০২৩ বরিশালের আকাশ গুমোট, বৃষ্টি হতে পারে দুপুরে
  31. ১০:০৮ এএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে বৃষ্টি-বাতাস-পানির উচ্চতা বেড়েছে
  32. ০৯:২৭ এএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু
  33. ০৯:২১ এএম, ১৪ মে ২০২৩ উপকূলের আরও কাছে ‘মোখা’, তীব্র হচ্ছে গতি
  34. ০৮:৪৩ এএম, ১৪ মে ২০২৩ বিকেল ৩টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ‘মোখা’
  35. ০৮:৩৪ এএম, ১৪ মে ২০২৩ রাতে আশ্রয়কেন্দ্র ঘুরে শুকনো খাবার দিলেন তোফায়েল
  36. ০৯:৪৬ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: আড়াই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
  37. ০৯:০৩ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটক সরাতে বিজিবি মোতায়েন
  38. ০৮:০৯ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং
  39. ০৭:১৭ পিএম, ১৩ মে ২০২৩ সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
  40. ০৬:৫৮ পিএম, ১৩ মে ২০২৩ নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র
  41. ০৫:৫৩ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং
  42. ০৫:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
  43. ০৫:১৮ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম মেট্রোপলিটনের ৭০০০ ফোর্স প্রস্তুত, নিয়ন্ত্রণকক্ষ চালু
  44. ০৫:১৬ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিনে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
  45. ০৪:৩০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
  46. ০৪:১০ পিএম, ১৩ মে ২০২৩ স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’
  47. ০৩:১৩ পিএম, ১৩ মে ২০২৩ রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত
  48. ০২:৫৬ পিএম, ১৩ মে ২০২৩ ২ সমুদ্রবন্দর ও ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত
  49. ০২:৩১ পিএম, ১৩ মে ২০২৩ দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
  50. ০২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  51. ০২:১৬ পিএম, ১৩ মে ২০২৩ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী
  52. ০২:০০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
  53. ০১:৪৯ পিএম, ১৩ মে ২০২৩ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগাম দুঃখ প্রকাশ
  54. ০১:৩০ পিএম, ১৩ মে ২০২৩ এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
  55. ০১:২৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
  56. ০১:১৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ
  57. ০১:১২ পিএম, ১৩ মে ২০২৩ ‘মোখা’ সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়: প্রতিমন্ত্রী
  58. ০১:০৪ পিএম, ১৩ মে ২০২৩ মোখার প্রভাবে কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
  59. ১২:৫২ পিএম, ১৩ মে ২০২৩ রোববার সারাদিনের মধ্যে আঘাত হানতে পারে ‘মোখা’
  60. ১২:৪৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত
  61. ১২:৪৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর জাহাজ-হেলিকপ্টার
  62. ১২:৪১ পিএম, ১৩ মে ২০২৩ সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’
  63. ১২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম-বরিশালে রাত থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব
  64. ১২:২৪ পিএম, ১৩ মে ২০২৩ হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ
  65. ১১:২৬ এএম, ১৩ মে ২০২৩ ৩ বিভাগে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
  66. ১১:২৩ এএম, ১৩ মে ২০২৩ সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ
  67. ১০:৪৯ এএম, ১৩ মে ২০২৩ ১০ জেলায় প্রস্তুত ৫ হাজার ৪২৭ আশ্রয়কেন্দ্র
  68. ০৯:৩৯ এএম, ১৩ মে ২০২৩ ফেনী উপকূলবাসীর জন্য ৪৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
  69. ০৮:২৯ এএম, ১৩ মে ২০২৩ লোকজনকে নিরাপদে নিতে গভীর রাতে জেলেপল্লিতে জেলা প্রশাসক
  70. ০৮:১৪ এএম, ১৩ মে ২০২৩ শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ
  71. ০৯:২১ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত
  72. ০৯:০৬ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  73. ০৮:০৯ পিএম, ১২ মে ২০২৩ এখনো সাগরে অনেক জেলে, ঘাটে ফিরতে কোস্টগার্ডের মাইকিং
  74. ০৬:১৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: চট্টগ্রাম-কক্সবাজারে প্রস্তুত ১৬০৬ আশ্রয়কেন্দ্র
  75. ০৬:০৬ পিএম, ১২ মে ২০২৩ সেন্টমার্টিনে ‘মোখা’র প্রভাব নেই, তবুও প্রস্তুতি সম্পন্ন
  76. ০৫:১১ পিএম, ১২ মে ২০২৩ ‘মোখা’ আতঙ্কে পর্যটক কমেছে কুয়াকাটায়, বাতিল হচ্ছে বুকিং
  77. ০৫:০৫ পিএম, ১২ মে ২০২৩ মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ-সেন্টমার্টিন
  78. ০৪:৫৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের কোনটির অর্থ কী?
  79. ০৪:০৮ পিএম, ১২ মে ২০২৩ রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
  80. ০৩:০০ পিএম, ১২ মে ২০২৩ বরগুনায় ২৪ স্পটে বাঁধ ঝুঁকিপূর্ণ
  81. ০২:২৭ পিএম, ১২ মে ২০২৩ ১৭৫ কিমি বেগে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
  82. ১২:৫৭ পিএম, ১২ মে ২০২৩ মোখার গতি থাকতে পারে ১৫০-১৬০ কিলোমিটার
  83. ১২:৩৮ পিএম, ১২ মে ২০২৩ ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র, ৩৮ মেডিকেল টিম
  84. ১২:০৯ পিএম, ১২ মে ২০২৩ নিরাপদে সরে যেতে সুন্দরবন উপকূলে মাইকিং
  85. ১১:৩৮ এএম, ১২ মে ২০২৩ উপকূলে ১০-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
  86. ১০:২৬ এএম, ১২ মে ২০২৩ সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি
  87. ১০:১৭ এএম, ১২ মে ২০২৩ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’
  88. ০১:২৬ এএম, ১২ মে ২০২৩ চট্টগ্রামে ‌প্রস্তুত ১৭ হাজার স্বেচ্ছাসেবক, ১০৩০ আশ্রয়কেন্দ্র
  89. ০১:০৪ এএম, ১২ মে ২০২৩ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’
  90. ১১:২৫ পিএম, ১১ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
  91. ০৯:০০ পিএম, ১১ মে ২০২৩ ‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই
  92. ০৮:২৬ পিএম, ১১ মে ২০২৩ ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত
  93. ০৭:৫৮ পিএম, ১১ মে ২০২৩ কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র