পদ্মাতীরে মুখে জাল পেঁচানো মৃত ডলফিন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরে ভেসে এসেছে বিপন্ন প্রজাতির মৃত ডলফিন। এটির মুখ মাছ ধরার জালে পেঁচানো ছিল।
শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গাঁওদিয়া গ্রামে নদীতীরে প্রায় ৪ ফুট লম্বা প্রাণীটি দেখতে পান স্থানীয়রা। ডলফিনটির মুখে মাছ ধরার জাল পেঁচানো ছিল বলে জানান তারা।
স্থানীয় সূত্র জানায়, দুপুর নদীতে গোসল করতে গেলে প্রথমে ডলফিনটি দেখতে পান কাজী বাবুল নামের এক ব্যক্তি। খবর পেয় উৎসুক লোকজন ঘটনাস্থলে ভিড় জমান।
কাজী বাবল বলেন, রাতে জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরেন। জেলেদের জালে ডলফিনটি আটকা পড়তে পারে। প্রাণীটিকে তারাই পিটিয়ে মেরেছেন। কেননা শরীরে প্রচুর আঘাতের চিহ্ন আছে।
লৌহজং উপজেলা বন কর্মকর্তা সেলিম খান বলেন, ডলফিনটির ওজন আনুমানিক ৬০ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে মৃত্যু হয়েছে প্রাণীটির। পরে এখানে ভেসে এসেছে।
তিনি আরও বলেন, মরে পচে যাওয়ায় নদীতীরেই গর্ত করে এটি মাটিচাপা দেওয়া হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম