ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগ নেতাকে মারধর

প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৩ মে ২০২৩

মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে মারধরের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় জড়িতদের বিচার দাবি করেন তারা।

বুধবার (৩ মে) সকালে উপজেলার বৌলগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়।

প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, বিচারের আশ্বাসে অবরোধকারীদের ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে মারধরের পর ফেলা হলো পুকুরে

মাদারীপুর জেলার রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে (৫২) মঙ্গলবার দুপুরে মারধরের পর পুকুরে ফেলে দেওয়া হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুকুরে ফেলা হয়। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম