ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘কাম করলে পেটোত ভাত যায়, না করলে নাই’

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০১ মে ২০২৩

‘হামরা (আমরা) গরিব মানুষ। মানষের জমিত (জমিতে) কাম করি খাই। কিসের হামার (আমার) দিবস-টিবস। কাম করলে হামার পেটোত (পেটে) ভাত যায়, না করলে নাই। হামরা এগলে দিবস কী করি (আমরা এ দিবস দিয়ে কী করবো)?’

মে দিবসের বিষয়ে জানতে চাইলে এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলছিলেন দিনমজুর সাজু মিয়া।

দিনমজুর সাজু মিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরে। তার বাপ-দাদার অনেক জমি ছিল। ছিল গোয়ালভরা গরু-ছাগল। একবার দুবার নয়; সাত সাতবার ভিটেমাটিসহ আবাদি জমি সর্বগ্রাসী তিস্তার পেটে চলে গেছে। তিস্তা নদীই রাতারাতি পরিবারটিকে নিঃস্ব বানিয়েছে।

তিস্তা এখন অনেকের জন্য আশীর্বাদ হলেও সাজু মিয়াদের জমিতে এখনো কোনো ফসল হয় না। তাইতো সাজু মিয়া দিনমজুরি করে সাত সদস্যের সংসার চালান। যদি কখনো কাজ না পান, তাহলে অসুস্থ মায়ের ওষুধও কিনতে পারেন না তিনি।

এ গল্প শুধু দিনমজুর সাজু মিয়ার একার নয়; দারিদ্র্যপীড়িত গাইবান্ধা জেলার হাজার হাজার মানুষের গল্প এটি। তিস্তার করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে অনেকেই সাজু মিয়ার মতো দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে আসছেন।

মজির উদ্দিন নামের একজন নির্মাণশ্রমিকের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তার একটি ছবি তুলতে চাইলে তিনি ছবি না তোলার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন। তিনি বলেন, ‘মে দিবস কী ভাই? এই দিবস কি হামাক ভাত কাপড় দিবে?’

মজির উদ্দিন বলেন, ‘একদিন কাজ না করলে হামার সংসার চলা দায় হয়ে যায়। দিনমজুরি করি যা পাই তা দিয়ে কোনোমতে জীবন বাঁচাই। পাঁচ সদস্যের পরিবারের ভাত, কাপড় আর ছইল-পইলের (ছেলেমেয়ের) নেকাপড়ার (পড়ালেখা) খরচ জোগাড় করতে সারাদিন মানষের বাড়িত কাম করি।’

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ইটভাটা শ্রমিক মরজিনা বেগম। দুই সন্তান রেখে তার স্বামী জসিম উদ্দিন পাঁচ বছর আগে অন্যত্র গিয়ে একজনকে বিয়ে করে ঘর সংসার করছেন। পাঁচ বছর থেকে জসিম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানের কোনো খোঁজখবর রাখেন না। সন্তানদের মুখে হাসি ফোটাতে মরজিনা বেগম ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তিনি সেখানেও প্রতিনিয়ত শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন।

মরজিনা বেগম জাগো নিউজকে বলেন, ‘ইটভাটায় কাম করা আর জাহান্নামের আগুনোত পোড়া সমান কথা। লম্পট স্বামী দুইটা ছইল (ছেলে) মোর ঘাড়ত (ঘাড়ে) চাপে দিয়ে আরেকটা বিয়া করছে। ছইল দুইটের মুখের দিকে তাকেয়া আগুনোত পুড়িয়ে সারাদিন কাম করি।’

তিনি আরও বলেন, ‘বেটাছইলদের (পুরুষ) সাথে হামরাও সমান কাম করি। তবুও ভাটার মালিকরা হামাক হাফ কামলার দাম দেয়। বেটিছইল জন্যে হামাক ঠকায়। ওমার (তার) বোজা উচিত হামরাও মানুষ, হামারও একটা সংসার আছে।’

ব্যাটারিচালিত ইজিবাইক চালক আব্দুল ওয়াহাব জাগো নিউজকে বলেন, ‘প্রতিদিন ঘুম থাকি উঠিয়ে অটো নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফিরি। যা কামাই হয় তাকে (তা) দিয়ে সংসার চালাই। খালি শুনি মে দিবস, শ্রমিক দিবস। এই দিবসে কী হয়, কেন হয়; তা কিছুই জানি না। হামার অটোর চাকা একদিন না ঘুরলে পেটোত টান পরি যায়।’

এসআর/এএসএম

টাইমলাইন

  1. ০৯:৪০ পিএম, ০১ মে ২০২৩ আয় কমেছে কুলিদের, পেশা ছাড়ছেন অনেকে
  2. ০৮:৩৯ পিএম, ০১ মে ২০২৩ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের
  3. ০৬:২৩ পিএম, ০১ মে ২০২৩ দেশ বিক্রি নয়, উন্নয়নের উচ্চতা বাড়াতে সফরে প্রধানমন্ত্রী: কাদের
  4. ০৫:৪৭ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসে খোলা রাখায় সিলেটে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
  5. ০৫:৩৯ পিএম, ০১ মে ২০২৩ শ্রমিকদের বঞ্চিত করে উন্নয়ন সম্ভব নয়: স্পিকার
  6. ০৫:৩২ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসের অনুষ্ঠানে রেল শ্রমিক লীগের দুপক্ষের সংঘর্ষ
  7. ০৫:১৯ পিএম, ০১ মে ২০২৩ জনসংখ্যার অর্ধেকই শ্রমশক্তি, বাড়ছে নারীর অবদান
  8. ০৪:৪৬ পিএম, ০১ মে ২০২৩ সরকারকে আরও ক্ষমতায় রাখা নিজের পেটে নিজে লাথি মারার শামিল
  9. ০৪:৪৪ পিএম, ০১ মে ২০২৩ ‘কাম করলে পেটোত ভাত যায়, না করলে নাই’
  10. ০৪:৩৯ পিএম, ০১ মে ২০২৩ দেশে মানুষের অধিকার আছে, প্রশ্ন জিএম কাদেরের
  11. ০৩:৪৬ পিএম, ০১ মে ২০২৩ সংসার চালাতে সারারাত হকারি, মেসে থাকারও অর্থ জোটে না বৃদ্ধের
  12. ০৩:৩৫ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসের ইতিহাস বেশিরভাগ মানুষেরই অজানা
  13. ০৩:০৯ পিএম, ০১ মে ২০২৩ সবজি বেচেই টিকে আছেন রাহিলা-নুরজাহান-সেলিনারা
  14. ১২:২৯ পিএম, ০১ মে ২০২৩ হাটে আর দেখা মেলে না ভ্রাম্যমাণ চুল কাটার দোকান
  15. ১২:১৬ পিএম, ০১ মে ২০২৩ ‘ঈদে বাড়ি যাইতে পারি নাই, ২ মাসের বাসাভাড়া বাহি’
  16. ১২:০৬ পিএম, ০১ মে ২০২৩ সংসার সামলে কৃষিতে নারীর শ্রম, নেই কাজের স্বীকৃতি
  17. ১২:০৩ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শোভাযাত্রা
  18. ১১:৩৮ এএম, ০১ মে ২০২৩ খনিতে ঝরে প্রাণ, জীবনে নামে পঙ্গুত্বের অভিশাপ
  19. ১১:০৪ এএম, ০১ মে ২০২৩ রিকশার চাকায় স্বপ্ন ঘোরে আমিনুলের
  20. ১০:৫৩ এএম, ০১ মে ২০২৩ শ্রমজীবী মানুষের দুঃখগাথা
  21. ১০:৪৩ এএম, ০১ মে ২০২৩ মে দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
  22. ১০:৩৭ এএম, ০১ মে ২০২৩ চতুর্থ শিল্প বিপ্লব ও মহান মে দিবসের শিক্ষা
  23. ১০:৩০ এএম, ০১ মে ২০২৩ ইসলামে ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার
  24. ১০:২৫ এএম, ০১ মে ২০২৩ শ্রমিক অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ হতে হবে
  25. ১০:১৭ এএম, ০১ মে ২০২৩ ভালো আছে শ্রমজীবীরা, গরিব হচ্ছে মধ্যবিত্ত
  26. ০৯:৪৬ এএম, ০১ মে ২০২৩ নতুন কর্মজীবনে লঞ্চের হকাররা
  27. ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৩ কৃষিশ্রমিকরা এখন শহর-প্রবাসমুখী
  28. ০২:৪৯ এএম, ০১ মে ২০২৩ মে দিবসের প্রেরণায় শোষণমুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে: ন্যাপ
  29. ০১:০৩ এএম, ০১ মে ২০২৩ সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী
  30. ১২:০৯ এএম, ০১ মে ২০২৩ মহান মে দিবস আজ