মে দিবসের ইতিহাস বেশিরভাগ মানুষেরই অজানা
মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে পালন হলেও সাভারের শ্রমজীবী বেশিরভাগ মানুষের কাছেই তার মূল ইতিহাস অজানা। শিল্প-কারখানা বন্ধ থাকায় অনেকের কাছে দিনটি যেন মেলা।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে নির্মাণশ্রমিক জয়নাল আবেদীনের কাছে মে দিবসের বিষয়ে জানতে চাইলে তার সরল উত্তর—‘এই দিনে কাম-কর্ম বন্ধ। শুধু কাম বন্ধ করে বসে থাকা। এইডা একটা গরিবের মেলা।’
শ্রমিক হিসেবে নিজের অধিকার কতটুকু পান, প্রশ্ন করতেই পঞ্চাশোর্ধ্ব জয়নাল আবেদীন বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই (বুঝতে শেখার পর থেকে) কামলা (শ্রম) দেই আর টেহা (টাকা) পাই। মালিক ভালা (ভালো) হইলে কোনো সময় মজুরি পাই ভালা। কপালে মালিক খারাপ পড়লে মজুরি পাই কম। আমাগো অধিকার কে রক্ষা করবো, আল্লাহ ছাড়া? দুগা (দুমুঠো) খাওনের লাইগাই যুদ্ধ করতে হয়। বাকিসব অধিকার-টধিকার সামনে আহে না।’
পাশেই তপ্ত রোদের তাপ থেকে নিজেকে রক্ষা করতে গাছের ছায়ার বসে কী যেন ভাবছিলেন আরেক শ্রমিক আয়েশা খাতুন। তার পাশে বসতেই দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, ‘শরীরটা ভালো নেই তবু কাজে আসতে হয়েছে। মালিক বলেছে, কাজ বন্ধ করলে সাপ্তাহিক হাজিরা কেটে দেওয়া হবে। তাই পেটের দায়ে চলে আসা।’
মে দিবসের কথা বলতেই আয়েশা খাতুন বলেন, ‘যেদিন ভালো-মন্দ খাবার জুটে সেটাই আমার কাছে ভালো দিবস। বাকি দিন থাকে দুঃখের দিবস।’
পোশাকশ্রমিক মজিবর রহমান জাগো নিউজকে বলেন, ‘এখনো শতভাগ চাকরির নিশ্চয়তা নেই। শ্রমিক নির্যাতনও বন্ধ হয়নি। কোথাও কোথাও শ্রমঘণ্টা মানা হচ্ছে না। শ্রমিক সংগঠনগুলোরও জোরালো কোনো উদ্যোগ দেখা যায় না।’
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, আন্দোলনের প্রায় দেড়শ বছর পরও শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তারা কর্মস্থলে নিরাপত্তাহীনতা ছাড়াও মালিকদের শোষণ থেকে এখনো মুক্ত হতে পারছেন না। দৈনিক ৮ ঘণ্টা কাজের বিধান থাকলেও তাদের বাড়তি কোনো পারিশ্রমিক ছাড়াই বেশি সময় কাজ করতে হয়। এভাবে চলতে থাকলে এ দেশের স্বাধীনতার অঙ্গীকার শোষণমুক্ত সমাজ কখনো গড়ে উঠবে না।
এসআর/এএসএম
টাইমলাইন
- ০৯:৪০ পিএম, ০১ মে ২০২৩ আয় কমেছে কুলিদের, পেশা ছাড়ছেন অনেকে
- ০৮:৩৯ পিএম, ০১ মে ২০২৩ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের
- ০৬:২৩ পিএম, ০১ মে ২০২৩ দেশ বিক্রি নয়, উন্নয়নের উচ্চতা বাড়াতে সফরে প্রধানমন্ত্রী: কাদের
- ০৫:৪৭ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসে খোলা রাখায় সিলেটে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
- ০৫:৩৯ পিএম, ০১ মে ২০২৩ শ্রমিকদের বঞ্চিত করে উন্নয়ন সম্ভব নয়: স্পিকার
- ০৫:৩২ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসের অনুষ্ঠানে রেল শ্রমিক লীগের দুপক্ষের সংঘর্ষ
- ০৫:১৯ পিএম, ০১ মে ২০২৩ জনসংখ্যার অর্ধেকই শ্রমশক্তি, বাড়ছে নারীর অবদান
- ০৪:৪৬ পিএম, ০১ মে ২০২৩ সরকারকে আরও ক্ষমতায় রাখা নিজের পেটে নিজে লাথি মারার শামিল
- ০৪:৪৪ পিএম, ০১ মে ২০২৩ ‘কাম করলে পেটোত ভাত যায়, না করলে নাই’
- ০৪:৩৯ পিএম, ০১ মে ২০২৩ দেশে মানুষের অধিকার আছে, প্রশ্ন জিএম কাদেরের
- ০৩:৪৬ পিএম, ০১ মে ২০২৩ সংসার চালাতে সারারাত হকারি, মেসে থাকারও অর্থ জোটে না বৃদ্ধের
- ০৩:৩৫ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসের ইতিহাস বেশিরভাগ মানুষেরই অজানা
- ০৩:০৯ পিএম, ০১ মে ২০২৩ সবজি বেচেই টিকে আছেন রাহিলা-নুরজাহান-সেলিনারা
- ১২:২৯ পিএম, ০১ মে ২০২৩ হাটে আর দেখা মেলে না ভ্রাম্যমাণ চুল কাটার দোকান
- ১২:১৬ পিএম, ০১ মে ২০২৩ ‘ঈদে বাড়ি যাইতে পারি নাই, ২ মাসের বাসাভাড়া বাহি’
- ১২:০৬ পিএম, ০১ মে ২০২৩ সংসার সামলে কৃষিতে নারীর শ্রম, নেই কাজের স্বীকৃতি
- ১২:০৩ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শোভাযাত্রা
- ১১:৩৮ এএম, ০১ মে ২০২৩ খনিতে ঝরে প্রাণ, জীবনে নামে পঙ্গুত্বের অভিশাপ
- ১১:০৪ এএম, ০১ মে ২০২৩ রিকশার চাকায় স্বপ্ন ঘোরে আমিনুলের
- ১০:৫৩ এএম, ০১ মে ২০২৩ শ্রমজীবী মানুষের দুঃখগাথা
- ১০:৪৩ এএম, ০১ মে ২০২৩ মে দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
- ১০:৩৭ এএম, ০১ মে ২০২৩ চতুর্থ শিল্প বিপ্লব ও মহান মে দিবসের শিক্ষা
- ১০:৩০ এএম, ০১ মে ২০২৩ ইসলামে ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার
- ১০:২৫ এএম, ০১ মে ২০২৩ শ্রমিক অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ হতে হবে
- ১০:১৭ এএম, ০১ মে ২০২৩ ভালো আছে শ্রমজীবীরা, গরিব হচ্ছে মধ্যবিত্ত
- ০৯:৪৬ এএম, ০১ মে ২০২৩ নতুন কর্মজীবনে লঞ্চের হকাররা
- ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৩ কৃষিশ্রমিকরা এখন শহর-প্রবাসমুখী
- ০২:৪৯ এএম, ০১ মে ২০২৩ মে দিবসের প্রেরণায় শোষণমুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে: ন্যাপ
- ০১:০৩ এএম, ০১ মে ২০২৩ সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী
- ১২:০৯ এএম, ০১ মে ২০২৩ মহান মে দিবস আজ