রিকশার চাকায় স্বপ্ন ঘোরে আমিনুলের
চার ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার বড় আমিনুল ইসলাম (৬৫)। বাবা ছিলেন কাপড় ব্যবসায়ী। সংসারে অভাব অনটন কী তা তেমন একটা বুঝতেন না। শৈশব ও কৈশোরের দিনগুলো কেটেছে অন্য আট-দশজনের মতোই আনন্দ আড্ডায়। দূরন্ত কৈশোর পেছনে ফেলে ১৯৭৭ সালে সিপাহী পদে পুলিশে যোগ দেন। কিন্তু সেখানেও মন টেকেনি তার। ছয় মাসের প্রশিক্ষণ কোর্স শেষ না হতেই তিন মাসের মাথায় বাড়ি ফিরে আসেন।
এরপর শুরু হয় নিয়তির নির্মম পরিহাস।
হাল ধরেন সংসারের। পেশা হিসেবে বেছে নেন রিকশা। সেই আশির দশকের শেষ থেকে আজ অবধি রিকশা চালিয়ে ভাই-বোনদের গড়ে তুলেছেন। নিজেও বিয়ে করে সংসার পেতেছেন। টানা ৩৫ বছর ধরে রিকশার চাকায় ঘুরছে আমিনুল ইসলামের স্বপ্ন।
আমিনুল ইসলামের বাড়ি রংপুর নগরীর ২২নং ওয়ার্ডের মধ্য বাবুখাঁ মহল্লায়। তার এক ছেলে ও পাঁচ মেয়ে।
আমিনুল জানান, ১৯৭৭ সালে পুলিশের সিপাহী পদে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালে বেতন ছিল ১৪৭ টাকা। টাঙ্গাইলে তিন মাসের প্রশিক্ষণ চলাকালে শেষ দিকে কাউকে কিছু না বলে বাড়ি ফিরে আসেন। এর এক সপ্তাহ পর আবারো ফিরে গেলে তাকে আর চাকরিতে নেওয়া হয়নি। বাড়ি এসে এদিক সেদিক ঘুরে দিন কাটতে থাকে। এরইমধ্যে বাবা মারা যান। ছোট ভাই বোনদের মানুষ করতে অবশেষে সংসারের হাল ধরতে হয় তাকে। বেছে নেন রিকশা।
আমিনুল বলেন, পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি ভিটার এক শতাংশ জমি ভাইদের লিখে দিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে পাশেই তিন শতক জমি কিনেছেন। সেখানেই স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই গড়েছেন। পাঁচ মেয়ের বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে মুরাদ হোসেন মোটরসাইকেল মেকানিকের দোকানে সহকারী হিসেবে কাজ করছেন। রিকশা চালিয়ে দিনে আয় হয় তিন থেকে চারশো টাকা। তা দিয়েই চলে সংসার।
আমিনুল বলেন, মাঝেমধ্যে শারীরিক অসুস্থতা দেখা দিলে ঘরে বসে থাকতে হয়। এসময় আয় রোজগার না হলে ধারদেনা করে চলতে হয়।
শ্রমিক দিবস কী তা জানতে চাইলে আমিনুল বলেন, প্রতি বছরতো এ দিনটা আসে। অনেকেই মিটিং মিছিল করেন। নিজেদের দাবির কথা তুলে ধরেন। কিন্তু আমাদের মতো শত শত আমিনুলেরতো ভাগ্যের পরিবর্তন হয় না।
তিনি বলেন, ৩৫ বছর আগে নগরীর জাহাজ কোম্পানির মোড় থেকে রেলস্টেশন ছিল ৩-৪ টাকা ভাড়া। এখন ২৫-৩০ টাকা। আয় বাড়লেও ব্যয়তো কমেনি।
নগরীর হাড়িপট্টি রোডের কাপড় ব্যবসায়ী এনামুল হক বলেন, আমিনুল একজন বিশ্বস্ত রিকশাচালক। আমাদের এই রোডের বিভিন্ন ব্যবসায়ীদের মালামাল বহন করেন আমিনুল। অনেক কষ্ট করে তিনি দিন পার করছেন। জীবন সায়াহ্নে এসে যদি একটা ব্যাটারিচালিত রিকশা পেতেন তাহলে হয়তো ভালোই হতো।
অভাবের সংসারে যেখানে নূন আনতে পান্তা ফুরায় সেখানে আমিনুলের কাছে একটা চার্জার রিকশা কেনা অনেকটা দুঃস্বপ্নের মতোই। বার্ধক্য ছুঁয়ে গেলেও এখনই দমে যেতে চান না। রিকশার প্যাডেল ঘুরিয়ে এভাবেই আমিনুল পাড়ি দিতে চান জীবনের বাকি দিনগুলো।
এফএ/জিকেএস
টাইমলাইন
- ০৯:৪০ পিএম, ০১ মে ২০২৩ আয় কমেছে কুলিদের, পেশা ছাড়ছেন অনেকে
- ০৮:৩৯ পিএম, ০১ মে ২০২৩ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের
- ০৬:২৩ পিএম, ০১ মে ২০২৩ দেশ বিক্রি নয়, উন্নয়নের উচ্চতা বাড়াতে সফরে প্রধানমন্ত্রী: কাদের
- ০৫:৪৭ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসে খোলা রাখায় সিলেটে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
- ০৫:৩৯ পিএম, ০১ মে ২০২৩ শ্রমিকদের বঞ্চিত করে উন্নয়ন সম্ভব নয়: স্পিকার
- ০৫:৩২ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসের অনুষ্ঠানে রেল শ্রমিক লীগের দুপক্ষের সংঘর্ষ
- ০৫:১৯ পিএম, ০১ মে ২০২৩ জনসংখ্যার অর্ধেকই শ্রমশক্তি, বাড়ছে নারীর অবদান
- ০৪:৪৬ পিএম, ০১ মে ২০২৩ সরকারকে আরও ক্ষমতায় রাখা নিজের পেটে নিজে লাথি মারার শামিল
- ০৪:৪৪ পিএম, ০১ মে ২০২৩ ‘কাম করলে পেটোত ভাত যায়, না করলে নাই’
- ০৪:৩৯ পিএম, ০১ মে ২০২৩ দেশে মানুষের অধিকার আছে, প্রশ্ন জিএম কাদেরের
- ০৩:৪৬ পিএম, ০১ মে ২০২৩ সংসার চালাতে সারারাত হকারি, মেসে থাকারও অর্থ জোটে না বৃদ্ধের
- ০৩:৩৫ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসের ইতিহাস বেশিরভাগ মানুষেরই অজানা
- ০৩:০৯ পিএম, ০১ মে ২০২৩ সবজি বেচেই টিকে আছেন রাহিলা-নুরজাহান-সেলিনারা
- ১২:২৯ পিএম, ০১ মে ২০২৩ হাটে আর দেখা মেলে না ভ্রাম্যমাণ চুল কাটার দোকান
- ১২:১৬ পিএম, ০১ মে ২০২৩ ‘ঈদে বাড়ি যাইতে পারি নাই, ২ মাসের বাসাভাড়া বাহি’
- ১২:০৬ পিএম, ০১ মে ২০২৩ সংসার সামলে কৃষিতে নারীর শ্রম, নেই কাজের স্বীকৃতি
- ১২:০৩ পিএম, ০১ মে ২০২৩ মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শোভাযাত্রা
- ১১:৩৮ এএম, ০১ মে ২০২৩ খনিতে ঝরে প্রাণ, জীবনে নামে পঙ্গুত্বের অভিশাপ
- ১১:০৪ এএম, ০১ মে ২০২৩ রিকশার চাকায় স্বপ্ন ঘোরে আমিনুলের
- ১০:৫৩ এএম, ০১ মে ২০২৩ শ্রমজীবী মানুষের দুঃখগাথা
- ১০:৪৩ এএম, ০১ মে ২০২৩ মে দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
- ১০:৩৭ এএম, ০১ মে ২০২৩ চতুর্থ শিল্প বিপ্লব ও মহান মে দিবসের শিক্ষা
- ১০:৩০ এএম, ০১ মে ২০২৩ ইসলামে ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার
- ১০:২৫ এএম, ০১ মে ২০২৩ শ্রমিক অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ হতে হবে
- ১০:১৭ এএম, ০১ মে ২০২৩ ভালো আছে শ্রমজীবীরা, গরিব হচ্ছে মধ্যবিত্ত
- ০৯:৪৬ এএম, ০১ মে ২০২৩ নতুন কর্মজীবনে লঞ্চের হকাররা
- ০৯:৪৩ এএম, ০১ মে ২০২৩ কৃষিশ্রমিকরা এখন শহর-প্রবাসমুখী
- ০২:৪৯ এএম, ০১ মে ২০২৩ মে দিবসের প্রেরণায় শোষণমুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে: ন্যাপ
- ০১:০৩ এএম, ০১ মে ২০২৩ সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী
- ১২:০৯ এএম, ০১ মে ২০২৩ মহান মে দিবস আজ